স্মিথকে আউট করার ছবি ঘরে টাঙিয়ে রাখতে চান শামার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ
৫ মার্চ ২৫
অফ স্টাম্পের একটু বাইরের গুড লেংথ ডেলিভারিতে খোঁচা দিলেন স্টিভ স্মিথ! বল দ্বিতীয় স্লিপে যেতেই দারুণভাবে লুফে নিলেন জাস্টিন গ্রেভস। টেস্ট অভিষেকের প্রথম বলেই উইকেট নিয়ে বাঁধন ভাঙা উল্লাসে মেতে ভোঁ দৌড় দিলেন শামার জোসেফ। স্মিথকে আউট করা সেই ছবিটা নিজের ঘরের টাঙিয়ে রাখতে চান ওয়েস্ট ইন্ডিজের তরুণ এই পেসার।
গায়ানার প্রত্যন্ত বারাকারা গ্রাম জন্ম নেয়া শামারের অভিষেকটা হয়ে দারুণভাবে। ১১ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ বলে খেলেছেন ৩৬ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের ইনিংস এটি। শামারের কাজটা অবশ্য বোলিংয়ে। সেখানেও বাজিমাত করেছেন তরুণ এই পেসার।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে বল করার জন্য আম্পায়ারের কাছে পৌঁছেও গিয়েছিলেন। তবে নার্ভাস হয়ে পড়ায় তখন বলটি না করে আবারও ফিরে আসেন বোলিং প্রান্তে। এবার দারুণ এক গুড লেংথ ডেলিভারিতে ফেরালেন স্মিথ। প্রথমবার ওপেনিংয়ে নামা এই অজি ব্যাটার ফিরলেন ১২ রানে। বারাকার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শামারের জন্য উইকেটটা বিশেষ কিছু।
স্মিথের উইকেট নিতে পারায় এটা আরও বিশেষে রূপ নিয়েছে তার কাছে। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে আউট করা ছবিটা তাই নিজের ঘরে টাঙিয়ে রাখতে চান তরুণ এই ক্যারিবীয় পেসার। ম্যাচ শেষে এ প্রসঙ্গে শামার বলেন, ‘স্টিভ স্মিথের উইকেট পেয়েছি, এটা আমি আমার বাকিটা জীবন মনে রাখবো। আমি একটি ছবি তুলবো এবং বাড়িতে টাঙিয়ে রাখব’
অভিষেক হবে জানার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন শামার। ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে আলাপের সময় জানিয়েছিলেন তিনি প্রথম বলেই উইকেট নেবেন। তবে স্মিথের উইকেট পাবেন এমনটা ভাবেননি তরুণ এই পেসার। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে মানসিকভাবে ইতিবাচক ছিলেন বলে জানান তিনি।
শামার বলেন, ‘আমি জানতাম না এটা স্টিভ স্মিথ হবে (নিজের প্রথম বল উইকেট নেবেন এমনটা অনুমান করা নিয়ে)। এটা আমার জন্য ভালো হয়েছে। আমি ইতিবাচক মানসিকতা নিয়ে গিয়েছিলাম। আপনি বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে খেলতে যাচ্ছেন। আমি শুধু ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছিলাম যা আমি করি বা সবচেয়ে ভালো করতে পারি।’