promotional_ad

রিঙ্কুর মাঝে নিজেকে দেখতে পান যুবরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগে ভারতের সাবেক ক্রিকেটার কিরন মোরে বলেছিলেন রিঙ্কু সিং হতে পারে ভারতের পরবর্তী মহেন্দ্র সিং ধোনি অথবা যুবরাজ সিং। মূলত ম্যাচের শেষ মুহূর্তে বল-রানের হিসেব কষে চাপ সামলাতে পারেন রিঙ্কু। এমনকি দারুণ ফিনিশার হিসেবেও কাজ করেন। তার এমন প্রতিভায় মুগ্ধ খোদ যুবরাজও। ভারতকে বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার জানালেন রিঙ্কুর মাঝে নিজেকেই দেখতে পান তিনি।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে নিজের পেশির শক্তির সঙ্গে চাপ সামলানোর সক্ষমতা দেখিয়েছেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিপক্ষে ইয়াশ দয়ালকে এক ওভারে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতানো, ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান যেন সেটারই প্রমাণ। চাপের মাঝেও অবলীলায় দারুণ ব্যাটিং করেন।



promotional_ad

এমন একজন ব্যাটারের খোজ ভারতের লম্বা সময়ের। যেটা এক সময় যুবরাজ করতেন মিডল অর্ডারে নেমে। ব্যাট হাতে একাই বদলাতে পারতেন ম্যাচের চিত্র। ২০১১ বিশ্বকাপে ভারতের হয়ে সেই কাজটাই করেছিলেন তিনি। যুবরাজ নিজের সেই প্রতিভার ছায়া দেখতে পান রিঙ্কুর মাঝে। তার মতে রিঙ্কু বর্তমান ভারত দলের সেরা বাঁহাতি ব্যাটার।


রিঙ্কুর প্রতিভা নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, 'তিনি সম্ভবত এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বাঁহাতি (ব্যাটার)। সে আমাকে নিজের কথা মনে করিয়ে দেয়; সে জানে কখন আক্রমণ করতে হবে, এবং কখন নিজের স্ট্রাইক বাড়াতে হবে। চাপের মধ্যে সে অবিশ্বাস্যভাবে দারুণ খেলে।'


ভারতের মিডল অর্ডারে একসময় ত্রাতার ভূমিকায় দেখা যেত যুবরাজকে। ২০১১ বিশ্বকাপে ৩৬২ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়ে ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার। তার বিশ্বাস রিংকুর মাঝে সেই ক্ষমতা আছে। কিন্তু যুবরাজ এই তরুণ ক্রিকেটারের জন্য অতিরিক্ত চাপ তৈরি করতে চান না।  



যুবরাজের ভাষ্যমতে, 'সে আমাদের ম্যাচ জিতাতে পারে। আমি তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চাই না। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি যে, আমি যা করতাম সেটা করার দক্ষতা তার আছে। মূলত ফিনিশার হতে হলে ৫ অথবা ৬ নম্বরে ব্যাটিং করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball