promotional_ad

শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি, বিশ্বাস লয়েডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের বিপক্ষে খেললে কোহলিকে মিস করবেন লিটন

৯ ঘন্টা আগে
লিটন দাস ও বিরাট কোহলি, আইসিসি

বিশ্বকাপে শচিন টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। এবার তার সামনে শচিনের আন্তর্জাতিক ১০০ সেঞ্চুরির রেকর্ড। অনেকের ধারণা ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটারের এমন কীর্তি নিজের করে নেবেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডেরও বিশ্বাস শচিনের রেকর্ড ভাঙবেন কোহলি।


সবশেষ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কোহলি। ব্যাট হাতে আসর জুড়ে করেছেন ৭৬৫ রান। যেটা এক বিশ্বকাপে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। তিনটি সেঞ্চুরির মাধ্যমে এই রেকর্ড করেছেন তিনি। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে শচিনের ওয়ানডের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। নতুন ইতিহাস লেখেন কোহলি।


promotional_ad

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরিতে এখনও বেশ এগিয়ে আছেন শচিন। ৬৬৪ ম্যাচে ১০০টি সেঞ্চুরি রয়েছে এই ভারতীয় কিংবদন্তির খাতায়। সেখানে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৮০টি। ৫২০ ম্যাচেই এই কীর্তি গড়েছেন তিনি। বর্তমানে কোহলির বয়স ৩৫। তবে লয়েড মনে করেন কোহলি যেভাবে খেলছে, এভাবে চালিয়ে গেলে কোহলির পক্ষে যেকোনো কিছুই সম্ভব।


আরো পড়ুন

টেস্টে দুই স্তরের কাঠামো নিয়ে শাস্ত্রীর প্রস্তাবে রাজি নন লয়েড

৮ জানুয়ারি ২৫
আইসিসির ট্রফি হাতে ক্লাইভ লয়েড, ফাইল ফটো

কলকাতার এক অনুষ্ঠানে শচিনের রেকর্ড ভাঙা নিয়ে লয়েড বলেন, ‘জানি না কতদিন লাগবে (রেকর্ড ভাঙতে), তবে সে (কোহলি) যথেষ্ট তরুণ। আমি নিশ্চিত, সে যেভাবে খেলছে, তাতে যেকোনো কিছু সে অর্জন করতে পারে। এটি করতে পারলে অনেক খুশি হওয়ার মতো কিছু হবে।’


অনুষ্ঠানের আরেক ক্যারিবিয়ানকে কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে কোহলির তুলনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। কিন্তু বিশ্বকাপজয়ী লয়েডের কাছে এমন প্রশ্নের কোনো মানে হয় না। কারণ তারা উভয় ভিন্ন ভিন্ন সময়ের ক্রিকেটার। তারা উভয়ই আলাদা ধরণের ক্রিকেটার।


লয়েডের ভাষ্যমতে, ‘দেখুন প্রথমেই আমি বলব এই প্রশ্নটার কোনও মানে হয় না। বিরাট কোহলি ও রিচার্ডস দুজনেই আলাদা ধরনের ক্রিকেটার। সুতরাং ওদের মধ্যে তুলনা করাটা সম্ভব নয়। তবে আপনি যদি শুধু বিরাট কোহলিকে নিয়ে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি একটাই কথাই বলব। সে (কোহলি) চাইলে একশত সেঞ্চুরিও করতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball