বিগ ব্যাশ শেষ রিচার্ডসনের, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি
৫ মার্চ ২৫
বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইনজুরিতে পড়েছেন ঝাই রিচার্ডসন। ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পার্থ স্কোর্চার্সের এই পেসার। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হোম সিরিজে তার খেলা নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।
কয়েকদিন আগে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রামে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন বাকি দুই নিয়মিত পেসার জস হ্যাজলউড ও মিচেল স্টার্কও।

ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও টেস্ট সিরিজে খেলবেন অস্ট্রেলিয়ার এই পেসাররা। এই সিরিজে বিশ্রাম পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শও। আর এক ঝাঁক অভিজ্ঞ পেসার না থাকায় ২০২২ সালের পর থেকে দলে না থাকা ঝাই রিচার্ডসনওকেও এবার দলে নেয় সিএ।
কিন্তু দলে জায়গা পাকা করার সুযোগ শুরতেই হারিয়েছেন রিচার্ডসন। গাব্বাতে ব্রিসবেন হিটের বিপক্ষে স্কোর্চার্সের ম্যাচে চোট পান তিনি। পরবর্তী স্ক্যানে চোটের তীব্রতাও দেখা যায় তার। বাম পায়ের স্ট্রেনের কারণে বিবিএলের বাকি অংশ থেকেও বাদ পড়েছেন তিনি।
ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও তার খেলার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই মৌসুমে ৯.১৮ ইকোনমি রেটসহ ছয় উইকেট নিয়েছেন এই পেসার। মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু হবে ২ ফেব্রুয়ারি।
রিচার্ডসনকে তার পুরো ক্যারিয়ারে বেশ কয়েকটি ইনজুরির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে কাঁধের অস্ত্রোপচারের কারণে এখনও ভুগছেন তিনি। মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে তার।