promotional_ad

সব ধরনের সুবিধার আশায় বিকেএসপিতে খুলনার অনুশীলন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আম্পায়ার্স কল রিভিউ’ এবং বিতর্কে শুরু ডিপিএল

৩ মার্চ ২৫
রান আউট বিতর্কে বন্ধ খেলা, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হোম-অ্যাওয়েতে খেলার সুযোগ নেই আগে থেকেই। ঢাকায় পর্যাপ্ত মাঠ না থাকায় মিরপুরের অ্যাকাডেমি মাঠে অনুশীলন করতে হয় বিপিএলের সবগুলো দলকে। একই সঙ্গে অনুশীলন করতে দেখা যায় অন্তত তিনটি দলকে। এমন অবস্থায় শুরুর কয়েকদিনে অনুশীলন জার্সি ছাড়া চেনা দায় কে কোন দলের ক্রিকেটার। এবার সেখানে এসেছে খানিকটা ভিন্নতা।


নিজেদের ভেন্যু থাকায় আগে থেকেই বসুন্ধরাতে অনুশীলন করে রংপুর রাইডার্স। গত মৌসুম থেকেই এই পথে হেঁটেছে একবারের শিরোপাজয়ীরা। সবশেষ মৌসুম মাস্কো সাকিব অ্যাকাডেমিতে বেশ কয়েকদিন অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারও সেখানেই অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে মিরপুরে অনুশীলন করতে দেখা যাবে দুর্দান্ত ঢাকা এবং ফরচুন বরিশালকে।



promotional_ad

পূর্বাচলের পুবেরগাঁও ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার্স। একমাত্র দল হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে অনুশীলন করবে খুলনা টাইগার্স। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে চারদিন সেখানে অনুশীলন ক্যাম্প করবে তারা। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প শেষ হবে ১৬ জানুয়ারি।


আরো পড়ুন

ইমপ্যাক্ট নয়, কে কত রান করেছে মানুষ এটাই দেখে: অঙ্কন

১৮ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

বিষয়টি নিশ্চিত করেছেন তালহা জুবায়ের। খুলনার প্রধান কোচ বলেন, ‘আমরা ইনশাল্লাহ কালকে বিকেএসপি যাচ্ছি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে। আমরা ওখানে চারদিনের অনুশীলন সেশন করবো। ১৬ তারিখে অনুশীলন করে ফিরবো।’


মিরপুর থাকতে এতটা ‍দূরে গিয়ে বিকেএসপিতে কেন অনুশীলন করবে খুলনা। এমন সিদ্ধান্তের পেছনের কারণও জানিয়েছেন তালহা জুবায়ের। ঢাকাতে মাঠ না থাকার আক্ষেপও করেছেন দলটির প্রধান কোচ। নিজের খেলার সময়কার স্মৃতিও চারণ করেছেন বাংলাদেশের সাবেক এই পেসার।



তালহা জুবায়ের বলেন, ‘বিকেএসপিতে কারণ পুরো ফ্যাসিলিটিজটা সেখানে পাচ্ছি আমি। পুরো গ্রাউন্ডটা পাচ্ছি, পুরো ইনডোর ব্যবহার করতে পারবো, সেন্টার উইকেট আমি পাবো। এখানে আমি স্পেসেফিক কিছু অনুশীলন করতে পারবো। এই কারণেই আসলে বিকেএসপিতে যাওয়া। ’


‘আমি যখন খেলোয়াড় ছিলাম তখন আবাহনী মাঠ ছাড়া তেমন কোনো মাঠই ছিল না। এখন তো আবাহনী মাঠেও খেলা হয় না। ঢাকার মধ্যে মাঠ থাকাটা জরুরি। আশা করি যে, একাডেমি যেটা হচ্ছে পূর্বাচলে ওখানে হলে আমরা অনেকটা ওভারকাম করতে পারবো। কিন্তু মাঠের ইস্যুটা আমরা সব সময় সাফার করেছি। আমাদের ঢাকা শহরে মাঠ নেই। সো আই হোপ যে এখান থেকে বের হয়ে আসতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball