সমালোচনা মুক্ত বিপিএলের আশা নান্নুর

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১৪ জুলাই ২৫
বিসিবি

কখনও উইকেট, কখনও বিদেশি ক্রিকেটারের মান আবার কখনও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমালোচনা হয় ব্রডকাস্টিং নিয়ে। বিপিএলের প্রতি আসরেই সমালোচনা সঙ্গী হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এবারের মৌসুম সমালোচনা মুক্ত হবে বলে আশা করছেন মিনহাজুল আবেদিন নান্নু।


বিপিএলের গত মৌসুমে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত টুর্নামেন্টের গ্রাফিক্স নিয়ে। যেখানে অনেক ক্রিকেটারের তথ্য দিতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। কখনও ইকনোমি রেট অস্বাভাবিক দেখিয়েছেন আবার কখনও ৫০ হাফ সেঞ্চুরি করা ক্রিকেটারের রান দেখানো হয়েছে ২ হাজারের কম।


ক্রিকেটারদের বয়স দেখাতে গিয়ে একজনের বয়স দেখানো হয়েছিল একশর বেশি। জার্সি নিয়েও অভিযোগের শেষ নেই। ক্রিকেটাররা অনুশীলনে নামলেও তাদের বেশিরভাগেরই ছিল অনুশীলন কিট। যা নিয়ে দল ও বিসিবিকে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়। আগামী ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠছে বিপিএলের এবারের আসরের।


promotional_ad

নতুন মৌসুম শুরুর মাসখানেক আগে থেকেই নিজের সরব উপস্থিতি দেখাচ্ছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সকল প্রকার প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু করছে বলে জানান নান্নু। বাংলাদেশের প্রধান নির্বাচক মনে করেন, এবার সফলভাবে শেষ হবে বিপিএল।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘আশা করছি (সমালোচনামুক্ত বিপিএল হবে)। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছু দেখতে হয়। এবছর কিন্তু সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি সফলভাবে হবে।’


বিপিএলের মাধ্যমে অনেক ক্রিকেটারই নিজেদের নতুনভাবে চেনানোর সুযোগ পান। শেখ মেহেদী হাসান, মুনিম শাহরিয়ারের মতো ক্রিকেটাররা এসেছেন বিপিএলে আলো ছড়িয়ে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিপিএলে ভালো করলে সুযোগ থাকবে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার।


নান্নুর চাওয়া অবশ্য ক্রিকেটাররা এসব না ভেবে নিজেদের কাজটা করুক। তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রথম কাজই হলো ক্রিকেট খেলা, নিজের পারফরম্যান্সটাকে ধরে রাখা। যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটাকে দিতে হবে এবং সেরা খেলাটা খেলতে হবে। এটা হলো ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এটা নিয়ে চিন্তা করা খেলোয়াড়দের দায়িত্ব না। যখন মাঠে যাবে তখন সেরা খেলাটা দিতে হবে।’


ক্রিকেটারদের ধারাবাহিকতা নিয়ে নান্নু বলেন, ‘পারফরম্যান্সে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে পারফরম্যান্সে রাখবেন কিভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বলছিলাম যেই যেখানে সুযোগ পাবে সেরাটা দিতে হবে, নিজের পারফরম্যান্সটাকে একটা আদর্শ অবস্থায় রাখতে হবে। সামনে বিশ্বকাপ আছে, কন্টিনিউ এই প্রক্রিয়ার মাঝে থাকতে হবে। যেটা উন্নতির দিকে যায়। এখানে যদি ভালো করতে পারে তাহলে ওইখানে আরও বেশি আত্মবিশ্বাস পাবে বিশ্বকাপে ভালো খেলার জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball