শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
চলতি মাসেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজ শেষ করে শ্রীলঙ্কায় সফর করবে রশিদ খানের দল। তারপর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে এমনটাই। আসন্ন ফেব্রুয়ারি-মার্চেই অনুষ্ঠিত হবে এই দুটি পুর্ণাঙ্গ সিরিজ। শ্রীলঙ্কায় একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান।

২ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় সময় কাটাবে দলটি। তাপর ২৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সংযুক্ত আরব আমিরাতে খেলবে দলটি।
আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার
১৬ ফেব্রুয়ারি ২৫
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি চলবে ২-৬ ফেব্রুয়ারি। তারপর ৯, ১১, ১৪ ফেব্রুয়ারি চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভেন্যু কলম্বো। ১৭, ১৯ এবং ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি, ভেন্যু ডাম্বুলা।
শ্রীলঙ্কা থেকেই সংযুক্ত আরব আমিরাতে রওনা দেয়ার কথা রয়েছে আফগানদের। ২৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টটি খেলবে আফগানরা। তারপর শারজাহতে বাকি দুটি সিরিজ খেলবে দুই দল
তিনটি ওয়ানডে ম্যাচ হবে মার্চের ৭, ৯ এবং ১২ তারিখে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মার্চের ১৫, ১৭ এবং ১৮ তারিখে। এই সিরিজটি শেষ করে আইপিএল খেলবে যাবে রশিদ-নবিরা।