টেস্??ের অধঃপতনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দায় দেখছেন ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এগিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। যদিও পরের টেস্ট মাত্র দুইদিনে জিতে নিয়ে সিরিজে সমতা ফেরায় রোহিত শর্মার দল।
ভারত ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট দুইদিনের বেশি না গড়ানোর কারণে কেপটাউনের উইকেট নিয়ে কড়া সমালোচনা হচ্ছে। তা ছাড়া দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তার ধারণা টেস্টের এমন অধঃপতনের মূলে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিলিয়ার্স বলেন, 'মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ কেন খেলা হল, এটা আমি জানি না। কেন তৃতীয় একটি টেস্ট খেলা হল না তার কোন উত্তর নেই। টেস্ট ক্রিকেটের এই অধঃপতনের কারণ হিসেবে বিশ্ব ব্যাপী টি-টোয়েন্টি ফরম্যাটকে দায়ী করা যেতেই পারে, কিন্তু সত্যিই আমি জানিনা আসলেই দায়ী কেন বিষয়টি।'
কদিন পরেই নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। যদিও এই সিরিজের জন্য আনকোরা দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। কারণ এই সময়ে চলবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি।
এই টুর্নামেন্টে নিজেদের সেরা ক্রিকেটারদের পেতেই এমন দল সাজিয়েছে তারা। কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে ৬জন একেবারে নতুন ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে নেইল ব্যান্ডকে। তিনি প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেই খেলননি।
এর পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দায় দেখছেন ভিলিয়ার্স। তিনি বলেন, 'পুরো বিশ্বব্যাপী এখন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। সেখানে অর্থও বেশি। তাই ক্রিকেটের সিস্টেমটাও কেন জানিনা টি-টোয়েন্টিতেই নির্ভরশীল হয়ে পড়ছে। বলতে দ্বিধা নেই টেস্ট ক্রিকেটের জন্য আগামীতে ভীষণ কঠিন পরিস্থিতি আসতে চলেছে।'