‘এসব শুনে হাসি পাচ্ছে’, ভনের মন্তব্যের জবাবে অশ্বিন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমরা ক্রিকেটার—অভিনেতা বা সুপারস্টার নই, তারকা সংস্কৃতি নিয়ে অশ্বিন
১৫ ফেব্রুয়ারি ২৫
আইসিসির সকল টুর্নামেন্ট ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ভারত। কিন্তু সাফল্যের দিক থেকে গত দশ বছরে বেশ বিবর্ণ তারা। সম্প্রতি সাউথ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ভারত। এর আগে সেঞ্চুরিয়নে অবশ্য ইনিংস ব্যবধানে হেরেছিল ভারত। সেই টেস্টের পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ভারতকে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি বলে খোঁচা দেন।
এমন মন্তব্যের পর কয়েকজন সাবেক ক্রিকেটার রোহিত শর্মাদের সমালোচনায় মেতে উঠেন। ব্যাপারটি রবিচন্দ্রন অশ্বিনের কাছে হাস্যকর মনে হচ্ছে। নিজের ইউটিউব চ্যানেলে ভনের মন্তব্যের বিরোধিতা করেছেন তিনি। তার মতে ভারত ক্রিকেটের পাওয়ার হাউজ। দলটির দুর্দান্ত ফলাফল রয়েছে বলেও দাবি করেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

অশ্বিন বলে, 'মাইকেল ভন প্রথম টেস্টের পরে একটি বিবৃতি দিয়ে বলেছিলেন যে, ভারত একটি কম সাফল্য পাওয়া দল। হ্যাঁ, আমরা বহু বছর ধরে আইসিসি ট্রফি জিততে পারিনি। আমরা নিজেদেরকে এই (ক্রিকেটের) খেলার পাওয়ার হাউজ বলি। এই টেস্ট দলটি সফরকারী দলগুলোর মধ্যে অন্যতম সেরা দল। আমরা অনেক দুর্দান্ত ফলাফল দেখেছি।'
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১০ ঘন্টা আগে
গত কয়েক বছর ধরেই বিশ্বক্রিকেটে নিজেদের দাপট দেখাচ্ছে ভারত, তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হলেই যেন নিজেদের হারিয়ে খোঁজেন রোহিত-কোহলিরা। বড় মঞ্চে এসে ছোট ছোট ভুলেই যেন সর্বনাশ হয় ভারতের। সর্বশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। এরপর এক দশক ধরে বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পায়নি দলটি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি ভারতের হাতে। কদিন আগে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও খুব কাছে গিয়ে শিরোপা হাতছাড়া করেছে তারা। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর সাউথ আফ্রিকায় ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছে ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে এমন হারের পর ভারতকে নিয়ে কথা বলেছিলেন ভন।
সাবেক অজি ক্রিকেটার স্টিভ ওয়াহর সঙ্গে আলাপকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আপনার কি মনে হয় না বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি?। দেখুন না, সাম্প্রতিক সময়ে ওরা কিছুই জেতেনি। ওদের নাকি এত প্রতিভা; এত দক্ষতা, অথচ সর্বশেষ কবে ওরা (বড়) কিছু জিতেছিল মনে করতে পারেন?’
তার এমন মন্তব্যের পর অনেক ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ রোহিতের দল নিয়ে প্রশ্ন তুলেছেন। এসব বিষয়কে হেসে উড়িয়ে দিয়ে অশ্বিন বলেন, 'মাইকেল ভনের এমন বক্তব্যের পর আমাদের দেশের অনেক বিশেষজ্ঞও ভারতীয় দল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এসব কথায় আমি হাসছি।’