promotional_ad

‘রোহিত-কোহলিরা এখনও দুর্দান্ত ফিল্ডার’, নির্বাচকদের মনে করিয়ে দিলেন গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’

১০ ঘন্টা আগে
সুনীল গাভাস্কার (বামে), ইনজামাম উল হক (ডানে)

ব্যাট হাতে ভারতের ম্যাচ জয়ে অনেকটা নিয়মিতই অবদান রাখতে দেখা যায় রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে শুধু রান তুলেই নয়, বরং রান থামিয়েও এই ক্রিকেটাররা ভারতের ম্যাচ জয়ে বিশাল ভূমিকা রাখেন। তাই ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দুই ক্রিকেটারের ফিল্ডিং দক্ষতার প্রশংসা করেছেন। তার মতে তারা এখনো সেরা ফিল্ডার।


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কোহলি। পুরো আসর জুড়ে ৭৬৫ রানের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নিজের ৫০তম সেঞ্চুরির দেখে পান কোহলি। যেখানে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ফিল্ডিং করেন তিনি। তাই ম্যাচ শেষে ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ কোহলিকে সেরা ফিল্ডিংয়ের জন্য গোল্ড মেডেল দেন।



promotional_ad

অবশ্য দুর্দান্ত ফিল্ডার ও ব্যাটার হলেও দুই অভিজ্ঞ ক্রিকেটারের টি-টোয়েন্টি ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের বাইরে আছেন তারা। ফলে আসন্ন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের দলে থাকা নিয়েও রয়েছে জল্পনা-কল্পনা। যদিও বিসিসিআইয়ের নির্বাচকদের তাদের দলে বিবেচনা করা উচিত বলেই মনে করেন গাভাস্কার।


আরো পড়ুন

ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত

১৮ ঘন্টা আগে
শিরোপার সঙ্গে রোহিত শর্মা, ফাইল ফটো

রোহিত-কোহলিদের ফিল্ডিং দক্ষতা নিয়ে গাভাস্কার বলেন, ‘গত দেড় বছরে কোহলির ফর্ম অসাধারণ। সে বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে। তাই সীমিত ওভারের ক্রিকেটে তার ব্যাটিং দক্ষতা নিয়ে বিতর্ক থাকার কোনো কথাই নয়। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির একটি দারুণ দিক হলো, তারা এখনো দুর্দান্ত ফিল্ডার।’


কিছুদিন আগে রোহিত-কোহলিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়ার ইঙ্গিত দিয়ে বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ বলেন, ‘দেখুন, আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এর আগে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলব, আইপিএলও আছে। আমরা এসব দেখে ভালো সিদ্ধান্ত নেবো।’



এদিকে চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজকে সামনে রেখে আজ, কালের মধ্যেই দল ঘোষণা করার কথা বিসিসিআইয়ের। বিশ্বকাপের দল গঠনে এই সিরিজও বেশ বড় ভূমিকা পালন করবে। তাই এই সিরিজে রোহিত, কোহলিদের দলে থাকা না থাকাও এখন আলোচনার বড় বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball