পিচ রেটিংয়ে আইসিসির নিরপেক্ষতা চান রোহিত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
২১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় দেশের মাটিতে স্পিন নির্ভর উইকেট বানায় ভারত। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের পছন্দসই উইকেট বানিয়ে প্রতিপক্ষকে দু-তিনদিনের মাঝে হারিয়ে দেয় তারা। যে কারণে ভারতে খেলা হলেই উইকেট নিয়ে ব্যাপকহারে সমালোচনা হয়। কেপটাউনের অসম বাউন্স এবং অতি সিম মুভমেন্টের উইকেটে খেলার পর ভারতের উইকেট নিয়ে মুখ বন্ধ করতে বলছেন রোহিত শর্মা। সেই সঙ্গে পিচ রেটিংয়ে আইসিসির নিরপেক্ষতা চান ভারতের অধিনায়ক।
নিউল্যান্ডে প্রথম ঘণ্টা থেকেই সিম মুভমেন্টের সঙ্গে অসম বাউন্স পেতে থাকেন জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা। যা সাউথ আফ্রিকার ব্যাটারদের নাভিঃশ্বাস তুলেছে। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। প্রায় একই চিত্র ঘটেছে ভারতের ব্যাটারদের ক্ষেত্রেও। বড় লিড নিলেও মাত্র ১৫৩ রানে অল আউট হয় সফরকারীরা।
যেখানে নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ১১ বলের ব্যবধানে কোনো রান তুলতে না পেরে। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি সাউথ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরির পরও ১৭৬ রানের বেশি তুলতে পারেনি তারা। প্রথম দিনে দুই মিলে হারায় ২৩ উইকেট। প্রথম দিনে সবচেয়ে বেশি উইকেট হারানোর রেকর্ডে এটি দ্বিতীয়।

এদিকে মাত্র ৭৯ রান তাড়ায় ভারত ম্যাচ জিতে নিয়েছে ৭ উইকেটে। মাত্র ৬৪২ বলেই শেষ হয়েছে ভারত ও সাউথ আফ্রিকার কেপটাউন টেস্ট। বলের হিসেবে যা কিনা ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। এমন অসম বাউন্স আর ব্যাটারদের নাভিঃশ্বাস উইকেটে খেলতে যদিও আপত্তি নেই রোহিতের। তবে সেটির জন্য ভারতের উইকেট নিয়ে মুখ বন্ধ করতে বলেছেন তিনি।
‘পাকিস্তানের ভয়ে শারজাহ থেকে পালিয়েছিলেন গাভাস্কার’
১৩ ঘন্টা আগে
রোহিত বলেন, ‘আমরা দেখেছি এই ম্যাচে কী ঘটেছে। পিচ কেমন আচরণ করেছে। সত্যি বলতে কি, যতক্ষণ পর্যন্ত সবাই ভারত নিয়ে মুখ বন্ধ রাখছে, ভারতের পিচ নিয়ে বেশি কথা বলা বন্ধ রাখছে, এ ধরনের উইকেটে (নিউল্যান্ডসের মতো) খেলতে আমার আপত্তি নেই। এখানে আমরা নিজেদেরই চ্যালেঞ্জ জানাতে এসেছি। হ্যাঁ, এটা বিপজ্জনক, এটা চ্যালেঞ্জিং। কিন্তু অন্যরা যখন ভারতে যায়, তারাও চ্যালেঞ্জ সঙ্গে করেই যায়।’
নভেম্বরে ভারতের মাটিতে হয়েছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ। কয়েকটি উইকেট নিয়ে নাখোশ ছিল আইসিসি। ফাইনালের উইকেটকে গড়পড়তা রেটিংও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ট্রাভিস হেড সেঞ্চুরি করার পরও এমন রেটিং দেয়ায় ক্ষুব্ধ রোহিত।
ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা যেখানেই যাই, নিরপেক্ষতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ম্যাচ রেফারিরা। কিছু ম্যাচ রেফারির পিচ রেটিং করার সময় চোখ খোলা রাখার দরকার। আমার এখনো বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তার নিচে বলা হয়েছে। একজন ব্যাটসম্যান (ট্রাভিস হেড) শতক করেছিল। এই উইকেট কীভাবে বাজে হয়?’
এদিকে আইসিসির নিরপেক্ষতা চেয়ে রোহিতের বলেন, ‘ম্যাচ রেফারিদের পিচ রেটিং করা উচিত কী দেখেছেন তার ভিত্তিতে, দেশ দেখে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তাদের চোখ–কান খোলা থাকবে। আন্তরিকভাবেই বলছি, আমি এ ধরনের পিচের পক্ষে। এ ধরনের পিচে খেলে নিজেদের আমরা চ্যালেঞ্জ জানাতে চাই। তবে সব সময় নিরপেক্ষতা চাই।’