promotional_ad

বিশ্বকাপের মতো উইকেটে হবে বিপিএল: মাহবুব আনাম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

আগামী ১৯ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন দল দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের। বিপিএলের প্রতি মৌসুমের আগেই উইকেট কেমন হবে তা নিয়ে থাকে জল্পনা-কল্পনা।


এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন, এবারের বিপিএলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটেই খেলা হবে। চলতি বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিসিবি বিশ্বকাপের মতো উইকেটের বিপিএল আয়োজন করতে চায়।


বুধবার বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে আলোচনায় বসেছিল বিপিএলের টেকনিক্যাল কমিটি। তাদের সঙ্গে আলোচনা শেষেই এমন ঘোষণা দিয়েছেন মাহবুব আনাম। তিনি জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট তৈরি সম্ভব।



promotional_ad

এ প্রসঙ্গে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি ব্যাটারদের খেলা। আমরা চাইবো যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটারদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করবো। ’


আরো পড়ুন

৪৮ ঘণ্টায় ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা সমাধানের আশ্বাস বিসিবির

২৬ জানুয়ারি ২৫
বিসিবির সভা শেষে কথা বলছেন মাহবুব আনাম (বামে) ও ইফতেখার রহমান মিঠু (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বৈরি আবহাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মাহবুব আনাম বলেছেন, ‘এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হবো। আমাদের প্রচেষ্টা থাকবে ভালো উইকেট যেটা আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’


বিপিএলের উইকেট তৈরির জন্য বিদেশি কারো সাহায্য নেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে। তিনি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ভেন্যুর কিউরেটরের দায়িত্বে আছেন অভিজ্ঞরা। এ ছাড়া পরামর্শ হিসেবে আছে টমি হেমিং। তাই এই বিষয়ে চিন্তার কিছু দেখছেন না তিনি।


মাহবুব আনাম বলেন, ‘আমার মনে হয় সবার স্কিল আছে। বিসিবি এই মুহূর্তে আমাদের যেহেতু একজন শক্তিশালী পরামর্শক আছেন টনি হেমিং। ও যেভাবে আমাদের কিউরিটেরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজনীয়তা হবে না। ’



বিপিএলের গত আসরের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি। এবং বেশ রান হয়েছিল। আমি মনে করি যে এটা সম্পূর্ণভাবে সম্ভব। আমাদের যে দক্ষতা রয়েছে কিউরেটর দলের তাদের দিয়েই ভালো উইকেট দিতে পারবো বলে আশা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball