promotional_ad

কলকাতা-পাঞ্জাব থেকে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের পেসারদের উন্নতি দেখে আনন্দিত পাকিস্তানের কোচ

২৬ ফেব্রুয়ারি ২৫
তাসকিন আহমেদ (বামে), নাহিদ রানা (মাঝে) ও মুস্তাফিজুর রহমান (ডানে)

এ নিয়ে তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ হাতছাড়া করেছেন তাসকিন আহমেদ। বিশ্বের সবচাইতে ধনী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অন্যান্য দেশের ক্রিকেটাররা যেখানে মুখিয়ে থাকেন, সেখানে দল পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত খেলা হয় না তাসকিনের। তৃতীয়বারের মতো আইপিএল না খেলতে পারায় হতাশায় ভুগছেন তাসকিন। জানা গেছে, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল।


শেষবারের নিলামে নাম দিয়েছিলেন তাসকিন। তার পাশাপাশি নাম দিয়েছিলেন শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসে খেলা মুস্তাফিজকে এবার কিনে নেয় চেন্নাই সুপার কিংস।


ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই আইপিএলে দল পান মুস্তাফিজ। তিনি দল পেলেও নিলামের আগ মুহূর্তে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেন তাসকিন এবং শরিফুল। আইপিএল চলার সময় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।



promotional_ad

শরিফুল এবং তাসকিনকে তাই জাতীয় দলের খেলানোর জন্যেই আইপিএলে পাঠাতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতো বড় আসরের আগে দুই ইনজুরিপ্রবণ পেসার তাসকিন-শরিফুলকে কোথাও পাঠানোর সিদ্ধান্ত নেয়নি বিসিবি।


আরো পড়ুন

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক

১০ মার্চ ২৫
মুশফিক-মাহমুদউল্লাহ, বিসিবি

এ কারণেই পাঞ্জাব বা কলকাতার হয়ে আর আইপিএলে খেলাও হচ্ছে না তাসকিনের। এমনটা ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তাসকিন নিজেই। 


এ ছাড়াও মিরপুরে গণমাধ্যমকে তাসকিন বলেন, 'একটু খারাপ লাগে, খেলোয়াড় হিসেবে সবার ইচ্ছা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করা। শুধু আইপিএল না বিভিন্ন লিগ থেকে অফার আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না, বিভিন্ন কারণেই দিতে চায় না। খেলাও থাকে, স্বাস্থ্য ইস্যুও আছে।'


'এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, বিবেচনা করবে। অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজি লিগগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছা, আমারও। একই আশা নিয়ে আছি ভবিষ্যতে আবার হবে।'



গত আসরে তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির তখনকার মেন্টর গৌতম গম্ভীর কোনো এক মাধ্যমে তাসকিনের সঙ্গে যোগাযোগও করেছিলেন। কিন্তু সেই নিলামেও একই কারণে নাম দেয়া হয়নি তাসকিনের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball