বিশ্বকাপে সাফল্যের পর ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিটোরিয়ার কোচ হলেও আফগানিস্তানের দায়িত্বেই থাকছেন ট্রট
১০ ডিসেম্বর ২৪
২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জোনাথন ট্রট। এরপর দলটি ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছে। সর্বশেষ বিশ্বকাপেও ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানরা।
এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছিল তারা। এমন সাফল্যের পর প্রধান কোচ ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাবেক এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে তারা।

গত বছর প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজ হারানোর স্বাদ পেয়েছিল আফগানিস্তান। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। এসব সাফল্যের নেপথ্যে ছিলেন দলটির প্রধান কোচের দায়িত্বে থাকা ট্রট।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
তিনি পুরো দলটিকে এক সুতোয় বাঁধতে পেরেছেন। কোচ হিসেবে বেশ অভিজ্ঞই বলা চলে ট্রটকে। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন ট্রট। এরপর ব্যাট-প্যাড তুলে রেখে ২০২১ সালে স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
এর বাইরে ইংল্যান্ড জাতীয় দল, ইংল্যান্ড লায়ন্স ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজের অভিজ্ঞতা আছে ট্রটের। এরপর তিনি প্রধান কোচ হিসেবে আফগানিস্তান দলের সঙ্গে যোগ দিয়ে রশিদ খান-মোহাম্মদ নবিদের পারফরম্যান্সের চেহারাই বদলে দিয়েছেন তিনি।
আফগানিস্তান দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর তারা ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। এ বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টকে ঘিরেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে আফগানরা।