এনওসি নিষেধাজ্ঞায় বিগ ব্যাশে বিপাকে মুজিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গাজানফারের বদলি হিসেবে মুজিবকে দলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স
১৬ ফেব্রুয়ারি ২৫
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না চাওয়ায় মুজিব উর রহমান, নাভিন উল হক এবং ফজলহক ফারুকিকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে বর্তমানে দেয়া অনাপত্তিপত্রও বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যার ফলে মেলবোর্ন স্টারসের বিপক্ষে খেলা হচ্ছে না মুজিবের।
জানুয়ারির প্রথম সপ্তাহে কেন্দ্রীয় চুক্তি প্রকাশের কথা ছিল আফগানিস্তানের। তবে সেই চুক্তিতে যেন তাদের না রাখা হয় এমন অনুরোধ করেছিলেন মুজিব, ফারুকি এবং নাভিন। শুধু তাই নয় আফগান এই তিন ক্রিকেটারের চাওয়া ছিল তাদের যেন বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়া হয়।

এমন অনুরোধের তাদের ওপর চটে গিয়ে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যে কারণে বিগ ব্যাশে খেলতে থাকা মুজিবকে বিবেচনা করা হয়নি মেলবোর্ন স্টারসের বিপক্ষে। নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর মেলবোর্ন রেনেগেডসের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের এটি নিয়ে অবহিত করা হয়নি।
বিগ ব্যাশের এই ফ্র্যাঞ্চাইজিটি মুজিবের পাশে থাকার কথা জানিয়েছিলেন। এবারের আসরে জয় পাওয়া একটি ম্যাচে বড় অবদান রেখেছিলেন মুজিব। ২৯ ডিসেম্বর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার।
বিশ্বকাপের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে নেই তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। যেখানে রাখা হয়নি মুজিবকে। তবে ১৮ সদস্যের দলে রয়েছে??? নাভিন ও ফারুকি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নাভিন এবং ফারুকি বোর্ডের কাছে গিয়েছিলেন এবং আবারও দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যার ফলে তাদেরকে দলে রাখা হয়েছে। এমনকি তাদের বিপক্ষে নিষেধাজ্ঞা বাতিলও করতে পারে আফগানিস্তান।