হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায়, বাংলাদেশে আসছেন না ম্যাকডরমট-নিক লি

ছবি: বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ড সফর শেষ করে দেশের পথে রওনা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে নাজমুল হোসেন শান্তদের সঙ্গে বাংলাদেশে আসছেন না চান্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ। এদিকে চুক্তি শেষ হওয়া শেন ম্যাকডরমট ও নিকলিও আসছেন না বাংলাদেশে।
রঙিন পোশাকে কখনই নিউজিল্যান্ডের মাটিতে জিততে না পারা বাংলাদেশ এবার ফিরছে সুখস্মৃতি নিয়ে। সিরিজ হারলেও শেষ ম্যাচে কিউইদের উড়িয়ে দেয় বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে প্রথমবার ৫০ ওভারের ম্যাচ জিতে শান্তর দল। জয় দিয়ে শুরু হয়েছিল টি-টোয়েন্টি সিরিজও।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর শেষ টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। তাতে করে সিরিজ জেতা হয়নি সফরকারীদের। দুর্দান্ত সিরিজ কাটিয়ে দেশে ফিরছে টাইগাররা। ১লা জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০ টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখার কথা রয়েছে লিটন দাস, শরিফুল ইসলামদের।
আপাতত খেলা না থাকায় তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেটারদের। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। যার ফলে প্রায় দুই মাস কাজ নেই হাথুরুসিংহের। যার ফলে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া চলে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
শুধু হাথুরুসিংহে নন ছুটি কাটাতে যার যার দেশে গেছেন কোচিং প্যানেলের অন্যান্য বিদেশি কোচরাও। গত নভেম্বরে চুক্তি শেষ হওয়া ফিল্ডিং কোচ ম্যাকডরমট এবং ট্রেনার নিক লি চলে গেছেন একেবারে। আপাতত তারা আর বাংলাদেশে ফিরছেন না। তাদের সঙ্গে চুক্তি বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
অ্যালান ডোনাল্ড চাকরি ছাড়ার পর অন্তর্তীকালীন হিসেবে পেস বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল কোলি মোরকে। ব্যাটিং কোচ হিসেবে ছিলেন ডেভিড হেম্প। এইচপির এই দুই কোচও গেছেন ছুটিতে। সহকারী কোচ নিক পোথাসও আসছেন না ছুটিতে থাকায়। নিউজিল্যান্ড সফরের জন্য নিয়োগ দেয়া কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখও যাচ্ছেন অস্ট্রেলিয়াতে।