পরের ম্যাচেও সবাই নিজেদের কাজটা করবে, আশা শান্তর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে কখনই টি-টোয়েন্টি জিততে না পারা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ। নাজমুল হোসেন শান্তর চোখ আপাতত দ্বিতীয় ম্যাচে। সেখানে সবাই নিজেদের কাজটা করবে বলে আশা করছেন বাংলাদেশের অধিনায়ক।
নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই বিবর্ণ বাংলাদেশ। কিউইদের ঘরে লম্বা সময় ওয়ানডেতে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ অবশেষে এবার সেই গেরো কেটেছে। ৫০ ওভারের ক্রিকেটের মতো টি-টোয়েন্টিতেও অধরা জয়টা ধরা দিয়েছে সফরকারীদের। দারুণ বোলিংয়ে কিউইদের অল্পতে আটকে দেয়ার পর বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

আপাতত পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা করতে চান শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের মূল কাজটা করে দিয়েছেন বোলাররা। শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডকে আটকে দেয় বাংলাদেশ। তাতে ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়েছে।
বোলাররা দ্রুত শিখে ফেলায় খুশি শান্ত বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরীফুল, তানজিম ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে।’
১৩৪ রানে আটকে দেয়ার পর জয়টা সহজেই পেতে যাচ্ছিল বাংলাদেশ। তবে মাঝে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোয় বিপাকে পড়তে পারতো সফরকারীরা। যদিও শেষ পর্যন্ত সেটা হতে দেননি লিটন দাস ও শেখ মেহেদী। তারা দুজনে মিলে বাংলাদেশের জয়টা সহজ করে এনেছেন।
ম্যাকলিন পার্কের চ্যালেঞ্জিং কন্ডিশনে নিউজিল্যান্ডকে অল্পতে আটকে দেয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান শান্ত। তিনি বলেন, ‘এটা দারুণ উইকেট। এমন দলের বিপক্ষে এই কন্ডিশনে চ্যালেঞ্জিং। তাদের অল্প রানে বেঁধে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা ভালো করেছে।’