র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগোলেন সৌম্য, শরিফুল ২৪ ধাপ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের
৯ মার্চ ২৫
নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের প্রত্যাবর্তনের ম্যাচটা মোটেও ভালো ছিল না। নিশ্চিতভাবেই সেদিনের ম্যাচটি ভুলে যেতে চাইবেন। প্রথম ওয়ানডে যদি সৌম্য ভুলে যেতে চান তাহলে পরের ম্যাচটা বাঁহাতি এই ব্যাটারের কাছে চির স্মরণীয় হয়ে থাকার কথা।
কিউইদের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জেতাতে পারেননি। তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সৌম্য। এমন পারফরম্যান্সের পর আইসিসির ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারের। দারুণ ব্যাটিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। যদিও সেরা ১০০ জনের ঢুকতে পারেননি তিনি।

বর্তমানে সৌম্যর অবস্থান ১১১তম। সৌম্যর মতো ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন তিনি। কিউইদের ৯ উইকেটে হারানোর দিনে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল
১ ফেব্রুয়ারি ২৫
শান্ত রয়েছেন ৪৯তম স্থানে। বোলিংয়ে বড় লাফটা দিয়েছেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদের মাঝে বড় লাফ দিয়েছেন ফিল সল্ট। সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ডানহাতি এই ওপেনার।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৩৩১ রান। তাতে করে ১৮ ধাপ এগিয়ে মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন সল্ট। যেখানে ইংল্যান্ডের এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮০২ । এদিকে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।