promotional_ad

সেঞ্চুরিয়নে বাভুমাকে নিয়ে অনিশ্চয়তা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন

১০ ফেব্রুয়ারি ২৫
টেম্বা বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, ফাইল ফটো

সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করছে সাউথ আফ্রিকা। ২০৮ রানের মধ্যেই তারা সফরকারীদের ৮ উইকেট তুলে নিয়েছে। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।


যদিও প্রথম দিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি ভারতের ইনিংসের ২০তম ওভারে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন। এরপর বাকি সময়টায় প্রোটিয়াদের নেতৃত্ব দিতে দেখা গেছে বিদায়ী সিরিজ খেলা ডিন এলগারকে।



promotional_ad

এরই মধ্যে স্ক্যান করানো হলেও রিপোর্ট হাতে পায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা। রিপোর্ট পেয়েই প্রোটিয়া এই ব্যাটারকে নিয়ে সিদ্ধান্ত নেবে দলটির ম্যানেজমেন্ট। সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা আর মাঠে নামতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


আরো পড়ুন

আইসিসি শুধু ভারতের কথা শোনে: অ্যান্ডি রবার্টস

৫৯ মিনিট আগে
হার্দিক পান্ডিয়া ও স্যার অ্যান্ডি রবার্টস

২০তম ওভারে প্রোটিয়াদের হয়ে বল করছিলেন মার্কো জানসেন। তার একটি ডেলিভারিতে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মেরেছিলেন বিরাট কোহলি। বলের পেছনে পেছনে ছুটছিলেন বাভুমা। বাউন্ডিতে পৌঁছানোর আগেই বল থেমে যায়। বাভুমা ডাইভ দিতে গয়ে পড়ে যান।


বেকায়দায় পড়ে যাওয়ায় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থার উন্নতি না হলে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর পুরো দিনই মাঠের বাইরে থাকতে হয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ককে।



এর আগে বিশ্বকাপেও চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল বাভুমাকে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। এরপর পুরো ফিট না হয়েই সেমি ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন প্রোটিয়া অধিনায়ক। সেই ম্যাচে সাউথ আফ্রিকা হেরেছিল ৩ উইকেটে।


বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ছিলেন না বাভুমা। এই সিরিজে তাকে বিশ্রামে পাঠানো হয়েছিল। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেনির ম্যাচ খেলেছিলেন তিনি। টেস্ট সিরিজে ফিরে আবারও চোটের সম্মুখীন হলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball