এক সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ফারজানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
কিছুদিন আগেই সাউথ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ নারী দল। প্রোটিয়াদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাঘিনীরা। সেই সিরিজে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিটি পেয়েছেন ফারজানা হক পিঙ্কি। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।
সাউথ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ফারজানা। ফারজানার দ্বিতীয় ওয়ানডে শতকে চড়ে বাংলাদেশ পুঁজিও তোলে অসাধারণ। ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে তারা।

তবে এই রান প্রোটিয়ারা মেয়েরা টপকে গেছে ২৯ বল এবং আট উইকেট হাতে রেখে। লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের উদ্বোধনী জুটি ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট হলে সাউথ আফ্রিকাকে তৃতীয় উইকেটে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ।
লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই পেয়েছে অর্ধশতক। আট উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে প্রোটিয়ারা। পরের ম্যাচটি হেরে সিরিজও হারে বাংলাদেশ।
বাংলাদেশ সিরিজ হারলেও সেই সিরিজে সেঞ্চুরি হাঁকিয়ে র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে ফারজানার। ১৫তম স্থান থেকে ১৩তম অবস্থানে পৌঁছে গেছেন এই ওপেনার। এটাই ফারজানার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।
সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে চার উইকেট নেন রাবেয়া। চার ধাপ এগিয়ে ৫২তম স্থানে পৌঁছে যান তিনি। সিরিজে ব্যাট হাতে ৩৩ রান ও বল হাতে দুই উইকেট নেন রিতু মনি। ব্যাটারদের
তালিকায় ৮ ধাপ এগিয়ে ৬৮ এবং বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৯০তম স্থানে পৌঁছে যান এই অলরাউন্ডার।