টি-টোয়েন্টিতে অতিরিক্ত কিছু আশা করছেন না শান্ত
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাস বদলে দেয়ার কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ জিততে না পারলেও হারের বৃত্ত থেকে অন্তত বের হতে পেরেছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেট আশা দেখালেও টি-টোয়েন্টি অতিরিক্ত কোনো কিছু আশা করছেন না বাংলাদেশের অধিনায়ক।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স একেবারে ধূসর। এখন পর্যন্ত সেখানে খেলা ৯ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দু-একটি ম্যাচে লড়াই করলেও বেশিরভাগই ছিল একপেশে। টেস্ট এবং ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিও নিশ্চিতভাবে প্রথম জয় পেতে চাইবে সফরকারীরা। সেটির জন্য দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ।

ট্রফি উন্মোচনে এসে সেটিই যেন মনে করিয়ে দিলেন শান্ত। এ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সবাই এক সাথে দলগতভাবে খেলা, যেটা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। যে জিনিসটা আমরা ওই জিনিসটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই ওইটা করার জন্য প্রস্তুত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
১ ঘন্টা আগে
ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ। সেই বহরে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও ক্রিকেটাররা ছিলেন। মূলত নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগেই টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের পাঠায় বিসিবি। প্রস্তুতিটা যে ভালো হয়েছে সেটা বোঝা গেল শান্তর কথায়।
শান্তর ভাষ্যমতে, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগে এসেছে, এসে প্রস্তুতি নিয়েছে। আশা করছি যে সবাই কালকে একসাথে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’
প্রথম দুই ম্যাচে না পারলেও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমান। চার পেসারের কল্যাণেই নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে জিতে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজে অবশ্য পেসারদের সঙ্গে স্পিনারদের কাছেও ভালো কিছু চান বাংলাদেশের অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই, এখানে পেস বোলারদের তো বাড়তি একটু সুবিধা থাকেই। তারপরও ভিন্ন সংস্করণে খেলা। পেস, স্পিন দুই বিভাগেই আশা করছি তারা দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে।’