নিউজিল্যান্ডে শান্তদের বিশ্বকাপের ভূমিকা বুঝিয়ে দিতে চান হাথুরুসিংহে
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
১ ঘন্টা আগে
কদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময়ই পার করছে দলগুলো। বাংলাদেশও হাঁটছে সেই পথেই। নিউজিল্যান্ড থেকেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে চান চান্ডিকা হাথুরুসিংহে। সেই সঙ্গে কিউইদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভূমিকা বুঝিয়ে দিতে চান বাংলাদেশের প্রধান কোচ।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের মহারণ শুরুর আগে ভবিষ্যত সূচি অনুযায়ী ১১টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি এবং জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্তরা। জাতীয় দলের খেলার পাশাপাশি বিপিএলেও সুযোগ থাকছে নিজেদের ঝালিয়ে নেয়ার।
এর মাঝেই নিজেদের বিশ্বকাপের প্রস্তুত করে নিতে হবে ক্রিকেটারদের। হাতে খুব বেশি ম্যাচ না থাকায় প্রস্তুতিটা নিউজিল্যান্ড থেকেই শুরু করতে চান। বিশ্বকাপে কীভাবে খেলতে চান এবং সেখানে কোন ক্রিকেটারের ভূমিকাই বা কী হবে সেসব নিউজিল্যান্ডে ক্রিকেটারদের বুঝিয়ে দিতে চান হাথুরুসিংহে। সেই সঙ্গে নিজেদের সেরা কম্বিনেশনও খুঁজে বের করতে চান বাংলাদেশের প্রধান কোচ।

এ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘পরিকল্পনার কথা বললে কন্ডিশন অনুযায়ী অনেক পরিকল্পনা ঠিক করতে হবে আমরা কিভাবে খেলতে চাই। একই সাথে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সাথে বিপিএলও আছে। আমরা আমাদের কম্বিনেশনটা বের করার চেষ্টা করব, বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই সেটার ভূমিকাও দিয়ে দেয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’
মাত্র ১১টি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য যথেষ্ট কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল হাথুরুসিংহের কাছে। বাংলাদেশের প্রধান কোচ অকপটে স্বীকার করেছেন, তাদের হাতে এটুকুই সুযোগ রয়েছে। তবুও এই সময়ের মাঝে নিজেদের গুছিয়ে নিতে চান হাথুরুসিংহে।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমি যেটা বললাম বিশ্বকাপের আগ পর্যন্ত আমরা ১১টি ম্যাচ খেলার সুযোগ পাব। ম্যাচের হিসেবে করলে আমরা এটাই পাব। অনুশীলন আদর্শ হলো নাকি হলো না সেটা নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই। কারণ আমরা মাত্র এই কয়েকটি ম্যাচই খেলতে পারব। এই সময়ের মাঝে আমাদের ভূমিকা এবং পরিকল্পনাটা ঠিক করতে হবে।’
সামনে বিপিএল থাকায় দলে পরিবর্তনও আসতে পারে। এসব টুর্নামেন্টে অনেকে ভালো খেললে সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়ে যান। সেটিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না হাথুরুসিংহ নিজেও। যদিও নির্বাচকদের ভাবনা নিউজিল্যান্ডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেটির জন্য নিজেদের কাজটা ছেলেদের করে দেখাতে বলছেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘ছেলেদের জন্য এটা পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে তাদের বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। নির্বাচনটাও এভাবে হয়েছে আর নির্বাচকরাও ঠিক এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো হচ্ছে ছেলেদের কাজ।’