আইপিএল না থাকলে হার্দিক-বুমরাহদের পেতাম না: গাম্ভীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১ ঘন্টা আগে
২০০৮ সালের পরই বদলে গেছে ভারতের ক্রিকেট। ধীরে ধীরে উঠে এসেছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার। এমনকি অভিজ্ঞ ক্রিকেটাররাও নিজেদের নতুনভাবে প্রমাণের সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক ও বর্তমান মেন্টর গৌতম গাম্ভীর মনে করেন সেই সময় আইপিএল না শুরু করলে ভারতের সবচেয়ে বড় ভুল হতো।
আইপিএলের দুইবারের শিরোপা জয়ী এই অধিনায়ক মনে করেন জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ বড় ভূমিকা রেখেছে ভারতের ক্রিকেটকে এগিয়ে নিতে। বিশেষ করে ক্রিকেটারদের বিবর্তনে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বিলিয়ন ডলারের এই লিগ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গাম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল যদি আইপিএল শুরু না হত তা হলে কী হত? জবাবে গম্ভীর বলেন, ‘বিসিসিআই যদি আইপিএল শুরু না করত তাহলে সেটা তাদের সব থেকে বড় ভুল হত। কারণ, আইপিএলই ভারতীয় ক্রিকেটকে এত এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের ক্রিকেটের বিবর্তনে এই প্রতিযোগিতার ভূমিকা সব থেকে বেশি।’
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ান রাজস্বের সিংহ ভাগই এখন আসে আইপিএল থেকে। এর একটি অংশ যায় আইসিসির কোষাগারেও। ফলে বিশ্ব ক্রিকেটেই আইপিএলের গুরুত্ব অনেক। গাম্ভীরের বিশ্বাস আইপিএল না থাকলে হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবকে পেত না ভারত। পেলেও অনেক কাঠখড় পোড়াতে হত তাদের।
তিনি বলেন, 'আইপিএল না হলে হার্দিক (পান্ডিয়া), (জসপ্রিত) বুমরাহ, সূর্যকুমারদের (যাদব) কি আমরা পেতাম? হয়তো পেতাম। কিন্তু অনেক পরে। এই প্রতিযোগিতা না থাকলে কি রিঙ্কুয়ের (সিং) মতো ক্রিকেটারেরা নিজেদের প্রতিভা দেখিয়ে ভারতীয় দলে সুযোগ পেত? হয়তো না। আইপিএল না থাকলে এত ক্রিকেটার কী ভাবে উঠে আসত?’
আইপিএলের নিলাম থেকে কলকাতার দল সাজাতে বড় ভূমিকা রেখেছেন মেন্টর গাম্ভির। এবারের নিলাম থেকে রেকর্ড পৌনে ২৫ কোটি রুপিতে তারা দলে ভিড়িয়েছে অজি পেসার মিচেল স্টার্ককে। গাম্ভীরের বিশ্বাস স্টার্কের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন দলটির অন্য বোলাররাও।