promotional_ad

ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দেয়ার পক্ষে শান মাসুদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১১ মার্চ ২৫
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

লাল বলের ক্রিকেটে কয়েকদিন আগেই পাকিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন শান মাসুদ। নেতৃত্বের সূচনা ভালো হয়নি তার। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইতোমধ্যেই একটি টেস্ট খেলেছে পাকিস্তান। প্যাট কামিন্সের দলের বিপক্ষে ৩৬০ রানে হারে সফরকারীরা। তবে এখনই আশা হারাচ্ছেন না শান। নিজ দলের ক্রিকেটারদের পর্যাপ্ত সময় দিয়ে পাকিস্তানকে ভালো একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।


বক্সিং ডে টেস্টে একাদশে তিনট??? পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। ইতোমধ্যেই ১২ সদস্যের ঘোষিত দলে সরফরাজ আহমেদের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছে দলটি। পার্থ টেস্টের একাদশ থেকে বাদ গেছেন ইনজুরিতে পড়া খুররম শাহজাদ।



promotional_ad

এ ছাড়াও সেই টেস্টে ব্যাটে-বলে ব্যর্থতায় একাদশে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। খুররম ও ফাহিমের জায়গা নেয়ার লড়াইয়ে আছেন তিনজন- দুই পেসার হাসান আলি ও মির হামজা এবং অফ স্পিনার সাজিদ খান।


নেতৃত্বের দ্বিতীয় টেস্টে এতগুলো পরিবর্তন আনলেও ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দেয়ার পক্ষে শান। তার মতে, নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হলে ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দেয়া প্রয়োজন।


শান বলেন, 'একটি টেস্টে কখনোই সবকিছু বোঝা যায় না। আপনাকে সময় দিতে হবে। আপনাকে আরও সময় দিতে হবে। আপনি এরই মাঝে একটি দল পেয়েছেন যারা লম্বা সময় ধরে খেলছে। আপনাকে ঘরোয়া ক্রিকেটেও তাকাতে হবে। লাল বলের ক্রিকেটে যারা খেলে ওদের দেখতে হবে। আপনি কীভাবে খেলতে চান (দলগতভাবে) সেটার জন্য আপনাকে অনেক কিছুই দেখতে হবে।'



'আপনার দলে খেলার মতো ক্রিকেটার লাগবে। আমি ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দিতে চাই আমরা যেভাবে খেলতে চাই সেভাবে খেলার জন্যে। বাইরে থেকে বলা হচ্ছে যে আমরা নাকি আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। আমরা সেটা শ্রীলঙ্কায় করেছি। আমরা সেখানে কিছু ফলাফলও পেয়েছি। এখন চ্যালেঞ্জ হচ্ছে আমরা বিশ্ব ক্রিকেটের সেরা দলের বিপক্ষে কেমন খেলতে পারি।'


পার্থে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নেমেছিল পাকিস্তান। মেলবোর্নের উইকেটে সেই সম্ভাবনা একদম কম। সেক্ষেত্রে সাজিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball