২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ পোলার্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১১ মার্চ ২৫
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের পরামর্শক হিসেবে দায়িত্ব পাচ্ছেন কাইরন পোলার্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এমন প্রতিবেদন প্রকাশের পরেরদিনই ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারকে সহকারী কোচের দায়িত্ব তুলে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০২২ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন পোলার্ড। সব মিলিয়ে ৬৩৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার কদিন আগে খেলেছেন টি-টেন লিগে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করছেন পোলার্ড।

২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। স্থানীয় কন্ডিশন সম্পর্কে বিশেষজ্ঞ মত নিতেই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পোলার্ডকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে হয়ত দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
পোলার্ডকে নিয়োগ দেয়া নিয়ে ইসিবি এক বিবৃতিতে জানায়, পোলার্ড ইংল্যান্ডের পুরুষ দলের সঙ্গে বিশেষভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সহকারী কোচ হিসেবে যোগ দেবেন। তিনি স্থানীয় কন্ডিশন সম্পর্কে বিশেষজ্ঞ মত দেবেন।’
এবারই প্রথম বিশ্বকাপের আয়োজক দেশের কোনো সাবেক ক্রিকেটারকে কোচিং স্টাফে যুক্ত করছে বিষয়টি এমন নয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেবার ইংল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত ছিলেন মাইক হাসি। সেটির ফল হিসেবে সেই বছর বিশ্বকাপ জেতে তারা।
এমন সাফল্যের পরও ভারত বিশ্বকাপে সেই দেশের কাউকে কোচিং স্টাফে যুক্ত করেনি ইংল্যান্ড। বিশ্বকাপে খারাপ করার জন্য সেটিকে দায় দিচ্ছেন রব কি। তিনি বলেন, ‘‘সত্যি বলতে এর জন্য আমি নিজেকে অনেক দায়ী মনে করি। আমি এমন একটা কোচিং স্টাফ ঠিক করেছি, যেখানে স্থানীয় কোনো অভিজ্ঞতা ছিল না। এমন কেউ, যে ওই কন্ডিশন খুব ভালো করে জানেন।’