নোমানের বদলি হিসেবে ডাক পেলেন নাওয়াজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
চোট ও অসুস্থতার কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নোমান আলী। তার বিকল্প হিসেবে পাকিস্তান দলে জায়গা পেয়েছে??? মোহাম্মদ নাওয়াজ। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার বক্সিং ডে টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে পাকিস্তান দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে নোমানের বদলি হিসেবে নাওয়াজের অন্তর্ভূক্তির অনুমতি দিয়েছেন পাকিস্তানের নির্বাচক কমিটির প্রধান ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের সীমিতি ওভারের দলে নিয়মিত মুখ নাওয়াজ। যদিও সাদা পোশাকের ক্রিকেটে থিতু হতে পারেননি তিনি।

২০১৬ সালে টেস্ট অভিষেক হলেও ৭ বছরে খেলতে পেরেছে মাত্র ৬ ম্যাচে। ব্যাট হাতে ১৬ গড়ে ১৪৪ আর ৩১ গড়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি। নাওয়াজ পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর আবারও দল থেকে বাদ পড়েন তিনি।
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১১ মার্চ ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানে হেরেছিল পাকিস্তান। বড় হারের পর ঘুরে দাঁড়াতে সিরিজের মাঝ পথেই একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান দল। ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মেলবোর্নে অজিদের মুখোমুখি হবে শান মাসুদের দল।
দ্বিতীয় ম্যাচের আগে তুলনামুলক দুর্বল বোলিং লাইনআপ নিয়েই মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে। হাঁটুর চোটের কারণে আগেই ছিটকে গেছেন আরেক স্পিনার আবরার আহমেদ। প্রথম টেস্টের মতো এই ম্যাচেও তার মাঠের বাইরে থাকতে হচ্ছে।
পার্থে সিরিজের প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলালেও মেলবোর্নে স্পিনারদের নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। সে ক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে আরেক স্পিনার সাজিদ খানকে। প্রথম ম্যাচে একাদশের বাইরেই থাকতে হতে পারে নাওয়াজের।