promotional_ad

বক্সিং ডে টেস্টে ফিরছেন এনগিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

কিছুদিন আগেই বাম পায়ের গোড়ালির চোটে পড়েছিলেন সাউথ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। ফলে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না তিনি। শঙ্কা ছিলো টেস্ট সিরিজেও তার সার্ভিস মিস করতে যাচ্ছে প্রোটিয়ারা। কিন্তু গতকাল অনুশীলনে ফিরেছেন এনগিদি। এমনকি তার দলে ফেরার ব্যাপারটিও নিশ্চিত করেছেন দলটির হেড কোচ শুকরি কনরাড।


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের তিন প্রধান পেসারকে পায়নি সাউথ আফ্রিকা। রাবাদাকে আগেই রঙিন পোশাকের সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। এরপর এনরিক নরকিয়া ছিটকে যান পুরো সিরিজের জন্য। সবশেষ এনগিদিকেও রঙিন পোশাকের সিরিজে পায়নি প্রোটিয়ারা। যদিও ঘোষিত স্কোয়াডে শুরুর দুই ম্যাচের জন্যই এনগিদিকে রেখেছিল স্বাগতিকরা।


এরপর চারদিনের একটি ঘরোয়া ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্ততি সারতেন ২৭ বছর বয়সী এনগিদি। কিন্ত এর আগেই গোড়ালির চোটে পরেন তিনি। টেস্ট নিয়ে শঙ্কা থাকলেও গতকাল (শনিবার) বিকেলে সুপারস্পোর্ট পার্ক মাঠে দলের নেট সেশনে রাবাদা ও এনগিদিকে অনুশীলন করতে দেখা যায়। কনরাড জানায় তার দলের পেসাররা দারুণ ছন্দে রয়েছেন।



promotional_ad

কনরাড বলেন, ‘তারা (রাবাদা এবং এনগিডি) দারুণ ছন্দে রয়েছে এবং আক্রমণাত্মক ভাবেই খেলবে। আমি সবসময়ই এমন খেলোয়াড়দের প্রতি আস্থা রাখি যারা ফুরফুরা মেজাজে থাকে। ঘরোয়া ম্যাচে খেলার সুযোগ পেলে ভালো হতো, কিন্তু এটাই জীবন। আপনাকে পথ খুঁজে বের করতে হবে। তবে আমি এটা নিয়ে মোটেও চিন্তিত নই, যে তারা নিজেদের প্রস্ততি সারতে পারেনি।’


এনগিদির চোটের পরও ১৫ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মাঠে নামবে সাউথ আফ্রিকা। সেই ম্যাচকে সামনে রেখে আগামীকাল দল ঘোষণা করার কথা রয়েছে স্বাগতিকদের। যেখানে ফলে দলটির কোচ আশা করছেন দলও গঠনের জন্য পূর্ণ স্কোয়াড পাবেন তিনি।


কনরাডের ভাষ্যমতে, ‘কেজি (রাবাদা) এবং লুঙ্গি ১৫ সদস্যের দলে রয়েছে এবং দল নির্বাচন জন্য তৈরি। আমরা আগামীকাল দল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। আশা করি, আগামীকাল সকালে আমরা দল বাছাইয়ের জন্য ১৫ জনের পূর্ণ স্কোয়াডটা পাব।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball