হার্দিকের অভাব পূরণ করা কঠিন: নেহরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
২ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আগেই ট্রেড প্রক্রিয়ার মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে যান হার্দিক পান্ডিয়া। শেষমুহূর্তে নিজেদের শিরোপাজয়ী অধিনায়ককে হারিয়ে নিলামে গুজরাট দল গুছিয়ে নিয়েছে ঠিকই, তবে হার্দিকের অভাব যে পূরণ করা কঠিন সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন দলটির কোচ আশিস নেহরা।
হার্দিকের অভাব পূরণ করে নেয়ার জন্যে নিলামে আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো অলরাউন্ডারকে দলে ভেড়ায় গুজরাট। এ ছাড়াও ৭.৪ কোটি রুপিতে শাহরুখ খানকে দলে ভেড়ায় দলটি। তবে এদের কাউকে দিয়েই হার্দিকের অভাব পূরণ হবে না বলে মেনে নিয়েছেন নেহরা।

গুজরাটের শিরোপাজয়ী কোচ বলেন, ''হার্দিক পান্ডিয়া এমন কোনও দলেই যায়নি যেটা অনেক বড় ধরনের বিস্ময় সৃষ্টি করবে। সে ওই দলটির (মুম্বাই ইন্ডিয়ান্স) হয়ে অনেক বছর খেলেছে। তাই সে ওই দলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের ম্যানেজমেন্টের চিন্তাভাবনা এমন যে, কেউ যদি কোথাও যেতে চায়, তাহলে সে খুশি হয়েই যেতে চায় এবং এই কারণেই সে (হার্দিক) ওখানে গিয়েছে।'
'হার্দিক পান্ডিয়ার মতো কারো অভাব পূরণ করা কঠিন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টাই চালিয়েছি। স্কোয়াডে ২৫ জন ক্রিকেটার থাকাটা বিলাসিতা। আমরা ওমরজাইয়ের মতো একজন অলরাউন্ডার দলে পেয়েছি। আমরা শাহরুখ খানকে পেয়েছি। তবে হার্দিকের মতো অভিজ্ঞ এবং প্রতিভাবান কাউকে দলে পাওয়া কঠিন। আমাদের দলে যেসব সম্পদ আছে, আমরা তা কাজে লাগানোর চেষ্টা করব।'
২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত সব নিলামের আগে রিটেইন করলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে রশিদ খান, শুভমান গিলের সঙ্গে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট।
নতুন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন হার্দিক। অভিষেক মৌসুমেই শিরোপা জেতে গুজরাট। পরের মৌসুমেও ফাইনালেও উঠেছিল তারা। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা খোয়াতে হয় গুজরাটকে।
দুই মৌসুমে গুজরাটের হয়ে ৩০ ইনিংস ব্যাটিং করেছেন হার্দিক। যেখানে ৪১.৬৫ গড় এবং ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৮৩৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। দুই মৌসুম বাদে নিজেদের ঘরের ক্রিকেটারকে ফিরিয়েছে মুম্বাই। দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্বও দিয়েছে তারা। হার্দিককে অধিনায়কত্ব দেয়ার জন্যে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় মুম্বাই।