আইপিএলে অনিশ্চিত হার্দিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আমি নিজের চেয়ে দলকে সবসময় ওপরে রাখি: হার্দিক
১০ মার্চ ২৫
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাওয়া গোড়ালির চোট এখনও সারেনি হার্দিক পান্ডিয়ার। যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত এই অলরাউন্ডার। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলা হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের দলপতির।
ভারতের একটি গণমাধ্যম প্রকাশ করেছে এমনই এক সংবাদ। আগামী বছর মার্চ মাসে আইপিএল হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

বিশ্বকাপের পর ভারতের জার্সিতে দেখা যায়নি হার্দিককে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ও সাউথ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাকে। আসন্ন জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও হয়তো খেলতে পারবেন না হার্দিক।
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
৫ ঘন্টা আগে
২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত সব নিলামের আগে রিটেইন করলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে রশিদ খান, শুভমান গিলের সঙ্গে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট।
নতুন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন হার্দিক। অভিষেক মৌসুমেই শিরোপা জেতে গুজরাট। পরের মৌসুমেও ফাইনালেও উঠেছিল তারা। যদিও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে শিরোপা খোয়াতে হয় গুজরাটকে।
দুই মৌসুমে গুজরাটের হয়ে ৩০ ইনিংস ব্যাটিং করেছেন হার্দিক। যেখানে ৪১.৬৫ গড় এবং ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে ৮৩৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। দুই মৌসুম বাদে নিজেদের ঘরের ক্রিকেটারকে ফিরিয়েছে মুম্বাই। দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্বও দিয়েছে তারা। হার্দিককে অধিনায়কত্ব দেয়ার জন্যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় মুম্বাই।