ক্যারিয়ারসেরা পারফরম্যান্সে রোমাঞ্চিত তানজিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শান্তর মতো ট্রফি জিততে চান তাসকিন-তানজিমরাও
২০ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয়ার ম্যাচে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং সৌম্য সরকারের দাপটে এ দিন কিছুই বুঝে উঠতে না পারা কিউইদের হারিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের পেসাররাও। বিশেষ করে বিদেশের মাটিতে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হওয়ায় রোমাঞ্চিত তানজিম।
ম্যাচে ৭ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন তানজিম। ৮ম ওভারের মধ্যে কিউইদের দুই উইকেট হারানোর কারিগরও ছিলেন তিনি। এ দিন তানজিমের শিকার হন রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেল। ওয়ানডেতে ৫ ম্যাচের ক্যারিয়ারে এটা তাঁর সেরা বোলিং।

জয়ের পর ম্যাচসেরা হয়ে তানজিম বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি সত্যিই সন্তুষ্ট। যেভাবে শুরু করেছিলাম সেটা ভালো ছিল। বোলিংটা উপভোগ করেছি। বল ভেতরে ঢুকছিল, সিমে পড়ে মুভ করছিল। লাইন ও লেংথ ধরে রেখে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
৫ ঘন্টা আগে
‘বাকি কাজ পিচ করেছে এবং সেখান থেকে সাহায্যও পেয়েছি। পেসারদের জন্য এটা দারুণ পিচ। লাইন ও লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি এবং ভালো লাগছে যে সেটা পেরেছি।’
কিউইদের মাত্র ৯৮ রানে অল আউট করার ম্যাচে সফল ছিলেন বাংলাদেশের অন্যান্য পেসাররাও। ৭ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল। এমনকি ‘পার্ট–টাইম’ মিডিয়াম পেসার সৌম্য সরকার মাত্র ৬ ওভারে ১৮ রানে নেন ৩ উইকেট।
এমন ধারাল বোলিং পারফরম্যান্সের পর ব্যাট হাতে কেবল আনুষ্ঠানিকতাই সেরেছে বাংলাদেশ। মাত্র এক উইকেট হারিয়ে ১৫.১ ওভারের মধ্যে খেলা শেষ করে লাল-সবুজের দল। ৪২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন শান্ত।