promotional_ad

টি-টেন লিগ আনছে পাকিস্তান, শুরু হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১১ মার্চ ২৫
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটে যুক্ত হয়েছে আরও ছোটো ফরম্যাট টি-টেন। সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক পরিসরে টি-টেন টুর্নামেন্ট আয়োজন শুরু করলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট এখন পৌঁছে গেছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েতেও।


এসব টুর্নামেন্টের সফলতার পর নিজেদের টি-টেন লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে ভারতও। পিছিয়ে নেই পাকিস্তান। তারা ছেলেদের পাশাপাশি মেয়েদেরও টি-টেন লিগ আয়োজন করতে চায়। তাদের সহযোগী হিসেবে দেখা যেতে পারে কাউন্টি দল মিডলসেক্স ক্লাবকে।



promotional_ad

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের পরিকল্পনা নতুন বছরের শুরুতেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৬টি টি-টেন প্রদর্শনী ম্যাচ আয়োজন করার। যেখানে পুরুষদের পাশাপাশি প্রথমবারের মতো দেখা যাবে নারীদের দশ ওভারের ম্যাচ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই আয়োজন করা হবে প্রদর্শনী ম্যাচগুলো।


মূলত পাকিস্তান দল নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরবে জানুয়ারির শেষ দিকে। আর তখন প্রদর্শনী ম্যাচগুলো আয়োজন করলে বেশি সংখ্যক জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা দর্শকদেরও বেশি আকর্ষণ করবে। এর মাধ্যমে নতুন এই টুর্নামেন্টের ভবিষ্যৎ জনপ্রিয়তাও পরিমাপ করতে চায় আয়োজকরা।


এদিকে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকেট পাকিস্তানের তথ্য অনুযায়ী টুর্নামেন্টটিতে আন্তর্জাতিক ছোঁয়া আনতে সহযোগী হিসেবে নেয়া হবে ইংলিশ কাউন্টি ক্লাব মিডলসেক্সকে। সংবাদ মাধ্যমটি আরো জানায় এই লিগটিকে জনপ্রিয় করে তুলতে বেশ কিছু দৃঢ় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাই প্রদর্শনী ম্যাচ ছাড়াও বেশ কিছু প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে তাদের।



এর আগে ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আশরাফ যখন প্রথম মেয়াদে পাকিস্তানের বোর্ড প্রধানের দায়িত্বে ছিলেন, তখনই পিএসএলের প্রকল্প শুরু করেছিলেন। কিন্তু সে সময় পিসিবির দায়িত্ব হাতবদল হয়ে আসে নাজাম শেঠির কাছে। পরবর্তীতে শেঠিই সফলভাবে পিএসএল চালু করেন। তাই আশরাফ এবার নিজের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball