চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন মুস্তাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে প্রথম ডাকেই ২ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস।


নিলামের দিনই দলটিতে যোগ দেয়া বিভিন্ন ক্রিকেটার নিজেদের অনুভূতির কথা জানিয়েছিলেন। বাকি ছিলেন কেবল মুস্তাফিজ। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের অফিশিয়াল পেজে মুস্তাফিজের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দলটির ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় এই পেসারকে।


promotional_ad

নিজের অনুভূতির কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, চেন্নাই সুপার কিংস পরিবারে আমাকে সদস্য বানানোর জন্য ধন্যবাদ। আমি অনেক উচ্ছ্বসিত চেন্নাই সুপার কিংস পরিবারের সদস্য হতে পেরে। দেখা হবে শিগগিরই।’


আরো পড়ুন

চেন্নাইয়ের বিদায়ে কেঁদে ফেলেছিলেন অশ্বিন

২৮ মে ২৫
চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিচন্দ্রন অশ্বিন, আইপিএল

আইপিএলে এটি মুস্তাফিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৬ সালে তিনি প্রথমবারের মতো আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। দলটির হয়ে পুরো আসর জুড়ে পারফর্ম করে হয়েছিলেন ইমার্জিং ক্রিকেটারও। মুস্তাফিজের আগে এবং পরে আর কোনো বিদেশি ক্রিকেটার ইমার্জিং ক্রিকেটারের খেতাব পাননি আইপিএলে।


হায়দরাবাদের পর মুস্তাফিজ পাড়ি জমিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এরপর রাজস্থান রয়্যালস ও সর্বশেষ দুই মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। যদিও আগামী আসরের জন্য তারা মুস্তাফিজকে রিটেইন করেনি ফলে নিলামে নাম লেখাতে হয়েছিল তাকে।


আইপিএলের গত আসরে বেশিরভাগ ম্যাচেই টিম কম্বিনেশনের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল মুস্তাফিজকে। গত আসরে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল তার। উইকেট নিয়েছিলেন মাত্র একটি। এর আগের আসরে ৮ ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ।


অবশ্য ২০২১ আইপিএলে রাজস্থানের হয়ে এক আসরে ১৪ উইকেট নিলেও তারা আসর শেষেই মুস্তাফিজকে ছেড়ে দেয়। আইপিএলে এক আসরে মুস্তাফিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল। এর আগে ২০১৬ আইপিএলে হায়দরাবাদের হয়ে পুরো আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball