টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ইউএফসি ফাইটার’ হয়ে ফিরবেন রাসেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
জাতীয় দলের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলার কারণে 'ক্রিকেটের ফেরিওয়ালা' তকমা দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। এর মধ্যে রয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। যদিও সময়ের সঙ্গে সঙ্গে রাসেলের ধারণা পালটে গেছে। কদিন আগেই তিনি জানিয়েছেন দেশের হয়ে খেলতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়তে রাজি তিনি।
আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখেই জাতীয় দলের হয়ে পারফর্ম করার লক্ষ্য স্থীর করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নিজেকে সম্পূর্ণ ফিট রাখতে চান এই অলরাউন্ডার। এরই মধ্যে বয়স ৩৬ হয়ে গেছে। এই বয়সে জাতীয় দলের হয়ে তিনি সেরাটা দিতে পারবেন কিনা সেই শঙ্কাও রয়েছে।

অবশ্য রাসেল জানিয়েছেন তিনি ইউএফসি ফাইটারদের মতো নিজেকে তৈরি করতে চান। নিজের লক্ষ্যের কথা জানিয়ে এই ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, ‘আমি (তখন) আরো ভালো গঠনে থাকব। আমাকে ইউএফসি ফাইটারের মতো দেখাবে। আমার এখনো ক্রিকেটে অনেক কিছু করার আছে। এটা ভালো। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন শরীরও তখন সচল হয়ে উঠবে। বিশ্বকাপের অপেক্ষায় বাসায় বসে থাকা লাগবে না।’
চিটাগংয়ের টাকার গরম নেই, তাই দেখাচ্ছে না: মিঠুন
৪ ফেব্রুয়ারি ২৫
এদিকে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন রাসেল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের জয়েও বেশ বড় ভূমিকা রেখেছেন তিনি। প্রায় দুই বছর পর দলের হয়ে প্রথম খেলতে নেমেই ব্যাট হাতে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রাসেল। প্রত্যাবর্তনের দিনে হয়েছেন ম্যাচসেরা।
সিরিজের চতুর্থ ম্যাচে খেলেন ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস। সিরিজ জুড়ে ৩৫ গড়ে করেছেন ১০৫ রান, নিয়েছেন ৭ টি উইকেট। ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাসেল, ‘এই সিরিজ জয়টা অনেক কিছু, যেখানে নিজেকে আমি সামর্থ্যের বেশি দিতে চেয়েছি।’
অবশ্য রাসেলকে দলে ফেরাতে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন দলটির প্রধাণ কোচ ড্যারেন স্যামি। সিরিজ জয়ের পর কোচের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাসেল বলেন, ‘আমি ফিরে আসতে পেরে এবং সিরিজ জয় করে বেশ উত্তেজিত। কোচ আমাকে অনেক সমর্থন করছেন। আমি খুব খুশি, আমার মনে হচ্ছে আমি একটি সিরিজ জয়ের মাধ্যমে একটি বড় চ্যাম্পিয়নশিপ জিতেছি, এটা আমার কাছে ঠিক এতোটাই গুরুত্বপূর্ণ।’