promotional_ad

‘সৌম্য দারুণ খেলেছে, তবে ওরা ৩০-৪০ রান কম করেছিল’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের

৯ মার্চ ২৫
প্রাইম ব্যাংকের হয়ে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনারের এমন ইনিংসের পরও ২৯১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। হারলেও ম্যাচসেরা হয়েছেন সৌম্য। বাংলাদেশের এই ক্রিকেটারের ওমন ইনিংস নজর কেড়েছে গ্যারি স্টিডের। সৌম্যর প্রশংসা করলেও নিউজিল্যান্ডের প্রধান কোচ জানান, বাংলাদেশ সেদিন ৩০-৪০ রান কম করেছিল।


সৌম্যর দলে ফেরা কিংবা সেটার প্রক্রিয়া নিয়ে বরাবরই সমালোচনা হয়েছে। গত কয়েক বছরে নিয়মিত বিরতিতে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি কোনোটিই। প্রধান চান্ডিকা হাথুরুসিংহের চাওয়ায় আরও একবার ডাকা হয় জাতীয় দলে। প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেও প্রথম ওয়ানডেতে হাসেনি সৌম্যর ব্যাট। যা নিয়ে ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে এসে সবটা পুষিয়ে দিয়েছেন এই ব্যাটার।



promotional_ad

নিউজিল্যান্ডের বোলারদের সামনে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়রা যেখানে নাকাল সেখানে উল্টো চিত্র ছিল সৌম্যর ক্ষেত্রে। মুশফিকুর রহিম বাদে বাকি আর কেউ সৌম্যকে সঙ্গ দিতে পারেননি। বাঁহাতি এই ব্যাটারের ১৬৯ রানের সুবাদে বাংলাদেশ তুলে ২৯১ রানের পুঁজি। যদিও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি। হারতে হয়েছে বড় ব্যবধানে।


সিরিজ খোয়ানো বাংলাদেশ শেষ ম্যাচও হারতে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্টিড বলেন, ‘আমি জানি না (হাসি)। আমাদের কালকের ম্যাচে মাঠে নেমে দেখতে হবে কী হয়। সৌম্য সরকার দারুণ খেলেছে, কী অসাধারণ একটা স্কোর করল সেদিন। নেলসনে আমার মনে হয় তারা ৩০-৪০ রান কম করেছে।’


বাংলাদেশের ৩০-৪০ রান কম করার পেছনে বোলারদের কৃতিত্ব দিচ্ছেন স্টিড। সেদিন পাওয়ার প্লেতে৪৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের বোলাররা। এক প্রান্তে সৌম্য টিকে থাকলেও এনামুল হক বিজয়, শান্ত ও লিটনকে ফিরিয়ে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেন স্বাগতিকরা। পাওয়ার প্লেতে তিন উইকেট নেয়ায় তারা এগিয়ে গিয়েছিল বলে জানান কিউই কোচ।



সেই সঙ্গে উইল ইয়াং, হেনরি নিকোলস এবং রাচিন রবীন্দ্রের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। স্টিড বলেন, ‘এখানে আমাদের বোলারদের কৃতিত্ব আছে, পাওয়ারপ্লেতে তারা ৩-৪ উইকেট নিয়ে ফেলেছিল। এখানে আমরা এগিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল বেশি উইকেট নিয়ে এগিয়ে থাকা। আমাদের অনেকেই দারুণ খেলেছে, নিকোলস, ইয়ং এবং রাচিন যা করছে তা দারুণ। আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball