ভারত সিরিজ শেষে অবসরে যাচ্ছেন এলগার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
৬ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার এক সময়ের অধিনায়ক ও ওপেনিং ব্যাটার ডিন এলগার। নতুন বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আগামী ৩ জানুয়ারি ক্যাপ টাউনে। এই টেস্ট দিয়েই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন সাউথ আফ্রিকার অন্যতম সেরা এই ওপেনিং ব্যাটার। দলটির লাল বলের ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এলগার।
এই ব্যাপারে কোচ শুকরি কনরাডের সঙ্গে আলোচনা শেষেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা রয়েছে। আগামী বছর ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে তার।

প্রায় এক যুগের লম্বা ক্যারিয়ারে ৮৪টি টেস্ট খেলা এলকার ৩৭.২৮ গড়ে ৫ হাজার ১৪৬ রান করেছেন। তার নামের পাশে ১৩ সেঞ্চুরির পাশাপাশি ২৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংসটি ১৯৯ রানের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
টেস্ট টেম্পা বাভুমা দায়িত্ব দেয়ার আগে ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে সাউথ আফ্রিকাকে ১৭টি ম্যাচে নেতৃত্ব দেন এলগার। এর মধ্যে ৯টি ম্যাচেই জিতেছে প্রোটিয়া। তার নেতৃত্বে ১ ড্র ও ৭ ম্যাচ হেরেছে সাউথ আফ্রিকা।
অবসরের ঘোষণা দিয়ে এলগার , ‘সবাই যেমন বলে, “সব কিছুরই শেষ আছে”, আর দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজই আমার শেষ, যেহেতু আমাদের সুন্দর এই খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি, যে খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। কেপটাউন টেস্টই আমার শেষ, যেটি বিশ্বে আমার সবচেয়ে প্রিয় ভেন্যু। এখানে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে আমার প্রথম রান করেছিলাম। আশা করি শেষটিও করব।’
এলগারের বিদায় নিয়ে সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতস্কি মোসেকি বলেছেন, ‘আমরা ডিনকে তার কাজের জন্য ধন্যবাদ দিতে চাই। সে সম্মানের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সত্যিকারের দূত ছিল।’
এলগারের অবদানের কথা স্বীকার করে তিনি আরও যোগ করেন, ‘একটি সময়ে ডিন এলগার একজন দুর্লভ প্রতিভার ক্রিকেটার, যখন সবকিছুই উদ্ভাবন ও পাওয়ার হিটিংয়ের ব্যাপার। সে সত্যিকারের পুরোনো ধাঁচের একজন, যে লড়াই করে, চাপ নিতে পারে। আমার কোনো সংশয় নেই যে ক্রিকেট তাকে মিস করবে।’