promotional_ad

দোয়া করেন যেন হোয়াইটওয়াশ না হই: শান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৬ মার্চ ২৫
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

ডানেডিনে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন শেষে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘দল হিসেবে আমরা সিরিজ জিততে মুখিয়ে আছি।’ স্বপ্ন দেখলেও সেটার ধারেকাছে যেতে পারেনি বাংলাদেশ। বরং প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে সফরকারীরা। শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশ হতে হবে শান্তর দলকে। বাংলাদেশ যেন হোয়াইটওয়াশ না হয় সেই দোয়া করতে বলছেন টাইগার অধিনায়ক।


নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স এমনিতেও সুখকর নয়। সাদা পোশাকের ক্রিকেটে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ইতিহাস হয়ে থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে একেবারে বিবর্ণ বাংলাদেশ। কিউইদের মাটিতে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলেছে সফরকারীরা। যার একটিতেও জয়ের দেখা পায়নি। পরিসংখ্যানটা টি-টোয়েন্টিতেও প্রায় একই রকম।



promotional_ad

৯ ম্যাচ খেলা বাংলাদশের জয় নেই একটিতেও। এবার অবশ্য অতীতের এমন রেকর্ডে পরিবর্তন আনতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ হেরে সেটা প্রায় ভেস্তেই গেছে। প্রথম ওয়ানডেতে খানিকটা লড়াই করলেও পরের ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি তারা। দুই ম্যাচ হেরে তাই আরও একটি হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে।


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

৭ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদ

সেটা যেন না হয় সেই দোয়া চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘আর আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়।’


সিরিজ হারলেও বেশ কিছু ইতিবাচক জিনিস দেখছেন শান্ত। সবশেষ কবছরে বেশ কয়েকবারই জাতীয় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। তবে পারফরম্যান্স দিয়ে প্রত্যাশা মেটাতে পারেননি সেভাবে। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১৬৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন শান্ত। শুধু তাই নয় বাংলাদেশের অধিনায়কের মন জয় করেছে রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের বোলিং।



প্রথম ম্যাচ হারায় নিজেদের দুর্ভাগা দাবি করে শান্ত বলেন, ‘আমার মনে হয় পরের ম্যাচটা আমরা জেতার জন্যই খেলব। আমরা শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম কিন্তু যেটা হয়নি। প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমার মনে হয় কিছুটা দুর্ভাগা ছিলাম আমরা। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে, রিশাদ ভালো বোলিং করেছে। সুতরাং এখানেও ইতিবাচক অনেক কিছু ছিল।’


‘আমার কাছে মনে হয় যে শুধু নেতিবাচক জিনিসটা চিন্তা না করে এবছর এই জায়গায় আমরা কোন কোন বিভাগে ভালো করলাম দেখা দরকার আছে। রিশাদের গতকালের (গত ম্যাচের) বোলিং স্পেলটা খুবই ভালো ছিল, সৌম্যর কামব্যাকটা অসাধারণ ছিল, শরিফুলের নতুন বলে বোলিং খুব ভালো ছিল। সবমিলিয়ে আমার কাছে মনে হয় বেশ কিছু উন্নতি হয়েছে। আমরা যদি আর একটু দল হিসেবে খেলতে পারি তাহলে মনে হয় ম্যাচ জেতা সম্ভব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball