promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না উইলিয়ামসন-জেমিসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

৬ মার্চ ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

বিশ্বকাপ ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলায় ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন কেন উইলিয়ামসন। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তার। উইলিয়ামসনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না উইলিয়ামসনের।


নিউজিল্যান্ডের অধিনায়কের মতো টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না কাইল জেমিসনও। বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ডানহাতি এই পেসার। যে কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি জেমিসন। এবার টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না তার।



promotional_ad

উইলিয়ামসন পুনর্বাসনে থাকলেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড। মেডিকেল স্টাফ ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না ফার্গুসনের, বদলি জেমিসন

১৮ ফেব্রুয়ারি ২৫
লকি ফার্গুসনের (বামে) বদলি কাইল জেমিসন (ডানে), ফাইল ফটো

এ প্রসঙ্গে স্টিড বলেন, ‘কেন ও কাইল দুজনকেই আমরা সামনের সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।’


উইলিয়ামসন ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এদিকে তাদের দুজনের বদলি হিসেবে ডাকা হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। তারা দুজনই টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে রয়েছেন।



আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ???িসেম্বর। প্রথম টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর দেশে ফিরবে বাংলাদেশ।


নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball