অস্ট্রেলিয়া সিরিজ শেষ খুররমের, ফিরছেন লাহোরে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১১ মার্চ ২৫
বক্সিং ডে টেস্ট থেকে পাকিস্তানের স্কোয়াড থেকে ছিটকে গেছেন খুররম শাহজাদ। সিরিজ থেকে ছিটকে গিয়ে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে ফিরছেন এই ফাস্ট বোলার। সেখানেই নিজের পুনর্বাসন সম্পন্ন করবেন তিনি।
এর আগে অবশ্য অস্ট্রেলিয়ায় ডাক্তার দেখাবেন খুররম। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খুররমের বদলি কে হবেন সেটা এখনও জানায়নি পিসিবি। দ্রুতই খুররমের বদলি ঘোষণা করবে তারা।

পিসিবি একটি বিবৃতিতে বলেছে, 'পিসিবি অস্ট্রেলিয়াতে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবে। তাকে ঠিক করতে কি কি করতে হবে এই ব্যাপারে পরামর্শ নেবে। তারপরই তাকে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমীত?? পাঠানো হবে যেখানে সে রিহ্যাব নেবে।'
সিরিজের প্রথম টেস্টে বল করতে যেয়ে নিজের বাম দিকে কিছুটা অস্বস্তি বোধ করেন খুররম। এরপর তাকে এমআরআই করানো হয়। তারপর জানা যায়, বাম পাশের পাঁজরের হাড়ে চোট পেয়েছেন তিনি। সাথে মাংসপেশীতে বাজেভাবে টান পড়েছে তার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হয় খুররমের। পাকিস্তানের ৩৬০ রানে হারার ম্যাচে প্রথম ইনিংসে দুই উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন এই পেসার। সর্বমোট নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার করে রান দিয়েছেন ৪৬।
সেই ইনিংসে ডেভিড ওয়ার্নার, মারনাস ল্যাবুশেন এবং স্টিভ স্মিথের উইকেট নেন তিনি। স্মিথের উইকেট অবশ্য প্রথম ইনিংসেও পেয়েছিলেন খুররম। আগামী ২৬ ডিসেম্বর, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে শান মাসুদের পাকিস্তান।