promotional_ad

বৃথা গেল ফারজানার সেঞ্চুরি, সমতা ফেরাল প্রোটিয়ারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর

৯ ঘন্টা আগে
মাহমুদউল্লাহ রিয়াদ

ইস্ট লন্ডনে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয় (১১৯ রানে) তুলে নিয়েছিল বাংলাদেশ। এর ফলে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে টাইগ্রেসরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা হকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২২২ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।


বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা এনে দেন লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। দুজনে মিল?? যোগ করেন ১০৬ রান। সাউথ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙেন ফাহিমা খাতুন। তার ৬৭ বলে ৫৪ করা উলভার্টকে বোল্ড করে ফেরান তিনি।


পরের ওভারে আরেক ওপেনার ব্রিটসকে আউট করেছেন রিতুমনি। আউট হওয়ার আগে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৫০ রান। বাকি সময়টা দেখেশুনে খেলে প্রোটিয়াদের বড় জয় নিশ্চিত করেছেন আনেকা বশ আর সানে লুস।



promotional_ad

আনেকা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ৬৫ রান করে। আর লুসের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৭ বলে ৪৭ রানের ইনিংস। এই দুজনের জুটি অবিচ্ছিন্ন ছিল ১১৭ রানে।


এর আগে পচেফস্ট্রুমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। এই দুজনে ওপেনিং জুটিতে এনে দিয়েছিলেন ৪৮ রান। শামীমা ৩৬ বলে ২৮ রান করে আউট হয়েছিলেন।


তিন নম্বরে নামা মুর্শিদা খাতুন বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ফারজানাকে। তিনি আউট  হয়ে যান মাত্র ৮ রান করে। এরপর ৯০ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯৫ বলে ৫৮ রান।


নিগার ১৩ রান করে আউট হয়ে গেলে ফাহিমা খাতুনকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন ফারজানা। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১১২ বলে ৯৩। ফারজানা ব্যক্তিগত ১০০ ছুঁয়েছেন ১৬৫ বলে।  সেঞ্চুরির পর ফারজানা ১০২ করে রান আউট হয়ে কাটা পড়েছেন।



অবশ্য ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা। স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ৬ রান নিয়ে। প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট নেন মারিজানে কেপ। একটি উইকেট নিয়েছেন বাসাবাতা ক্লাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball