আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিতেই খেলতে চান মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল খেলতে বিসিবির কাছে এনওসি চাননি তাসকিন-মুস্তাফিজরা
১১ ঘন্টা আগে
সবশেষ বিশ্বকাপে বল হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি মুস্তাফিজুর রহমান। পুরো বছর জুড়েই বিবর্ণ পারফরম্যান্স ছিল বাঁহাতি এই পেসারের। তবুও সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তাতে করে আইপিএলের আগামী আসরে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে শঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটারের হিসেবে ২০২৪ আইপিএল খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের জন্য বিড করে চেন্নাই সুপার কিংস। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখালে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই মুস্তাফিজকে পেয়ে যায় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তাতে চেন্নাইয়ের হয়ে মাঠে নামলে এটি হবে বাঁহাতি এই পেসারের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। যেখানে টুর্নামেন্টে দলই ১০টি।

এর আগে বাংলাদেশের এই পেসার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএলে দল পাওয়ার পর নিউজিল্যান্ডে থাকা মুস্তাফিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ফেলবেন কিনা। এমন প্রশ্নের জবাবে ক্রিকফ্রেঞ্জিকে মুস্তাফিজ বলেন, ‘দেখা যাক (আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিতেই খেলতে চাই), আল্লাহ ভরসা।’
আইপিএলের আগে চেন্নাইয়ের সহকারী বোলিং কোচের দায়িত্বে শ্রীরাম
২৪ ফেব্রুয়ারি ২৫
এদিকে দল পেলেও গেল কয়েক মৌসুমের মতো আগামী মৌসুমেও মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, মুস্তাফিজের জন্য একটা নির্দিষ্ট সময় সীমা বেধে দেয়া হবে।
দল পাওয়া সাপেক্ষে মুস্তাফিজকে ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দেয়ার কথা বিবেচনা করছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজকে তো আমরা পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেব না। ওকে একটা নির্দিষ্ট সময় পর ফিরে আসতে হবে।’
‘২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সে আইপিএল খেলতে পারবে, কারণ দেশের খেলাও আছে। যেহেতু আইপিএলের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে তাই অনেক কিছু চিন্তা-ভাবনা করেই আমরা সিদ্ধান্ত নেব। তবে চেন্নাইয়ের হয়ে আইপিএলে তার সুযোগ পাওয়াটা আমাদের জন্য আনন্দের।’
আইপিএলের প্রথম আসরে হায়দরাবাদের হয়ে মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সেবার জিতেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও। এখন পর্যন্ত চার দলের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। যেখানে ৭.৯৩ ইকোনমি রেটে নিয়েছেন ৪৭ উইকেট।