‘আশা করেছিলাম দল পাবো’, আইপিএল নিলাম নিয়ে সল্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের জয়ের চাকাটা ঘুরছে ফিল সল্টের ব্যাটে করেই। হারতে বসা সিরিজের তৃতীয় ম্যাচে তার সেঞ্চুরিতেই জয়ে ফিরিয়েছিলো ইংল্যান্ডক। গতকাল আরো একবার সেঞ্চুরি করেছেন সল্ট। সেটাও রেকর্ড গড়ে। অথচ টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা এই ক্রিকেটারই দল পেলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এমন কান্ডে সল্ট নিজেও বেশ অবাক হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থেকেও সিরিজ সমতায় এনেছে ইংল্যান্ড। আর সেটা হয়েছে সল্টের রেকর্ডময় ইনিংসে। সিরিজের চতুর্থ ম্যাচে ৭ চার আর ১০ ছক্কায় ৪৮ বলেই নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সল্ট। শুধু তাই নয় ১১৯ রানের এই ইনিংস টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

অবশ্য সল্ট সাম্প্রতিক সময়েই যে ছন্দে আছেন এমনটা নয়। সবশেষ আইপিএলেও নিজের অভিষেকে দারুণ করেছিলেন তিনি। দিল্লী ক্যাপিটালসের হয়ে সবশেষ আসরে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৯ ম্যাচে ২৭.২৫ গড়ে করেছিলেন ২১৮ রান। অথচ ১ কোটি ৫০ লক্ষ্য রুপির বেজ প্রাইজ থাকা এই ক্রিকেটারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়ায়নি। যেটা কিছুটা অবাক করেছে সল্টকে।
আইপিএলের নিলাম প্রসঙ্গে এই ইংলিশ ওপেনার বলেন, 'এটি একটি বিভ্রান্তিকর সকাল ছিল, আমি আশা করেছিলাম যে দল পাবো। গতবছর সেখানে খেলছি এবং ভালোও করেছি, এবং পরবর্তীতে ভালো একটি বছর কাটিয়েছি। কিন্তু এগুলা ঘটবেই, এটি নিলামের লটারির একটি অংশ। নিলামের প্রক্রিয়াতে এগুলো হবেই। তবে আমাদের ড্রেসিংরুমের কয়েকজন ছেলে দল পেয়েছে, তাদের ক্রিসমাসটা ভালো যাবে। আমি তাদের জন্য খুশি।'
সল্ট দল না পেলেও তার সতীর্থ হ্যারি ব্রুক, ক্রিস ওকস, টম কারানরা দল পেয়েছেন। এদিকে আইপিলের ইতিহাসে রেকর্ড দামে দল পেয়েছেন বিশকাপ জয়ী প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
সল্ট মনে করেন মনে করেন আইপিএলে সব ভালো ক্রিকেটারের নাম আসে। ফলে নিজের দল না পাওয়াটাকে স্বাভাবিক ভাবেই নিচ্ছেন সল্ট। তিনি বলেন, 'আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম, কিন্তু এটা ঘটতেই পারে। আইপিএলের তালিকায় কোনো খারাপ ক্রিকেটার নেই। এটা সেই জিনিসগুলোর মধ্যেই একটি।'