বড় হারের পর জরিমানার সঙ্গে পয়েন্ট খোয়াল পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচ হারের পর জরিমানার মুখে পড়েছে দলটি। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা গেছে শান মাসুদের দলের।
কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া ??েলতে নেমে পার্থে দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান বোলিং করেছে ১৭৬.৪ ওভার। এর মধ্যে প্রথম দিন তারা করতে পেরেছে ৮৪ ওভার। দুই ইনিংসে পার্ট টাইমার আঘা সালমান ৪০ ওভারের বেশি বোলিং করেছেন। এরপরও পিছিয়ে ছিল পাকিস্তানের ওভারের গতি।

এ কারণেই ম্যাচ শেষে জরিমানা মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান আছে। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট কাটা যাবে প্রতি ওভারের জন্য।
পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ওভার পিছিয়ে ছিল। ম্যাচ শেষে তাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন ফিল্ড আম্পায়াররা। সেই অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে তাদের শাস্তির আওতায় এনেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে অজিদের বিপক্ষে ৩৬০ রানের হারে তারা দুই নম্বরে নেমে গেছে। ফলে শীর্ষস্থান দখল করেছে রোহিত শর্মার দল ভারত।
পাকিস্তানের পয়েন্ট এখন ৬১.১১ শতাংশে নেমে এসেছে। সিরিজ শুরুর আগে ৬৬.৬৭ ভাগ জয় নিয়ে সবার উপরে ছিল পাকিস্তান। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে ভারত। কদিন পরেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত।
এই সিরিজ জয় দিয়ে শীর্ষে নিজেদের জায়গা পাকাপোক্ত করার সুযোগ রয়েছে তাদের সামনে। ২৬ ডিসেম্বর এমসিজিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অজিদের মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে সিডনিতে আগামী ৩ জানুয়ারি।