নিউজিল্যান্ড সিরিজে শাদাবকে নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক ???িপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
পাকিস্তান দল এখন ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্টে বাজেভাবে হেরে সমালোচনার মুখে পড়েছে শান মাসুদের দল। অস্ট্রেলিয়া সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের।
আসন্ন এই সিরিজের আগে অলরাউন্ডার শাদাব খানকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেই পায়ের ইনজুরিতে পড়েছিলেন শাদাব। এখনও সেই চোট থেকে সেরে উঠতে পারেননি। এ কারণেই কিউইদের বিপক্ষে তার খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সেই চোটের পর থেকেই মাঠে ফিরতে পারেননি শাদাব। আগামী কয়েকদিনের মধ্যে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার কথা রয়েছে পাকিস্তান দলের নির্বাচকদের। সবকিছু ঠিক থাকবে আগামী ২৫ ডিসেম্বর লাহোরে শুরু হতে পারে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের প্রস্তুতি।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিউজিল্যান্ড সিরিজের পাকিস্তান দল ঘোষণা হতে পারে নতুন বছরের ২ জানুয়ারি। ফিটনেস সাপেক্ষে সেখানে সুযোগ দেয়া হতে পারে শাদাবকে। আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ জানুয়ারি হ্যামিল্টনে। ১৭ জানুয়ারি তৃতীয় ম্যাচের ভেন্যু ডানেডিন। সিরিজের শেষ দুই ম্যাচ হবে ক্রাইস্টচার্সে আগামি ১৯ ও ২১ জানুয়ারি। নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশ সিরিজ নিয়ে ব্যস্ত। এরপরই তারা পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে।