promotional_ad

১৬৪ রান করেও জনসনের মন ভরাতে পারেননি ওয়ার্নার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

পার্থ টেস্টে ডেভিড ওয়ার্নারের নাম দেখেই চটেছিলেন সাবেক অজি পেসার মিচেল জনসন। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবথেকে কলঙ্কিত অধ্যায়ের খলনায়ক হিসেবেও আখ্যায়িত করেন ওয়ার্নারকে। সেই জবাবটা ব্যাট হাতে সেঞ্চুরি করে দিয়েছিলেন ওয়ার্নার, থেমেছিলেন ১৬৪ করে। কিন্ত জনসন বলছেন সেই ইনিংসটি হয়েছিলো 'ভাগ্যের জোরে'।


রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার ভরসার নামটা ওয়ার্নার। কিন্তু সাদা পোশাকে লম্বা সময় নিজেকে হারিয়ে খুঁজছেন এই বাঁহাতি ব্যাটার। পড়তি ফর্মের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। নিজের চাওয়া অনুযায়ী এই সিরিজে রাখাও হয় তাকে। সুযোগ পান প্রথমে টেস্টের একাদশে।



promotional_ad

এখানেই বিপত্তি জনসনের। 'স্যান্ডপেপার গেট' কেলেঙ্কারির অন্যতম চরিত্রের এমন ঘটা করে বিদায় সহজ ভাবে নিতে পারেননি তিনি। তার মতে টেস্টে রান না পাওয়া একজন ব্যাটার কিভাবে নিজের ইচ্ছামতো বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন। কিন্তু পার্থ টেস্টের একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত সেঞ্চুরি করে এর জবাব দেন ওয়ার্নার। এতেও অবশ্য মন গলেনি জনসনের।


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

বরং দ্বিতীয় ইনিংসে শূন্য রানের আউট হওয়ার প্রসঙ্গ টেনে জনসন নিজের কলামে লিখেন, 'পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শুরুর দিকে ভাগ্যের সঙ্গ পেয়েছে ওয়ার্নার। তখন ম্যাচটা তার পক্ষে-বিপক্ষে দুদিকেই যাওয়ার মতো ছিল। সেটাই (ভাগ্য) কাজে লাগিয়ে ১৬৪ রান তুলেছে সে। প্রথম ইনিংসে সে যেটা করেছে, সেটার জন্যই কিন্তু টাকা পায়। এরপর দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই আউট হয়ে গেছে।'


পাকিস্তানের বিপক্ষে ২৬তম টেস্ট সেঞ্চুরির মাধ্যমে সমালোচনার জবাব দিলেও, তার এই সেঞ্চুরিতে আহামরি কিছু দেখছেন না জনসন। তার মতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া বড় কিছু না। বরং সামনে ভারত ও ইংল্যান্ডের মত শক্তিশালী দলের কথা চিন্তা করে দলে তরুণদের সুযোগ দেয়া উচিত ছিলো। ফলে নিজের করা সিদ্ধান্তকে এখনো সঠিক দাবি তার।



নিজের কলামে জনসন লিখেছেন, 'সপ্তাহ খানেক আগে আমি যে মতামত দিয়েছিলাম, সেটা এখনোও সঠিক বলেই মনে করি। গত গ্রীষ্মের এক দ্বিশতক ছাড়া প্রায় তিন বছর ধরে সে রান করেনি। আরেকটা ব্যাপার হচ্ছে এবারের গ্রীষ্মের লড়াই কিছুটা সহজ। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজে জেতার কথা। তাই কিছু নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া যেত। কারণ, পরের দুই গ্রীষ্মে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball