promotional_ad

প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৭২ রানে ৯ উইকেট, যুব এশিয়া কাপের শিরোপা থেকে তখন মাত্র এক উইকেট দূরে বাংলাদেশের যুবারা। শিরোপা উল্লাসে মেতে উঠার অপেক্ষা তখন পুরো বাংলাদেশ। বাউন্ডারি লাইনের খুব কাছে দাঁড়িয়ে পতাকা উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন একাদশের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। শেষ উইকেট তুলে নিলেই যেন দৌড় দেবেন, এদিকে টিভি সেটের সামনে বসে জয়ের প্রহর গুনছিলেন দেশে থাকা সমর্থকরা। টাইগারদের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন ধ্রুব পারাশার এবং অমিদ রেহমান। যদিও বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে দেননি পারভেজ রহমান জীবন। ডানহাতি এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে শিহাব জেমসকে ক্যাচ ‍তুলে দিলেন অমিদ। আনন্দে উল্লাসে ফেঁটে পড়ল পুরো বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত অল আউট ৮৭ রানে, বাংলাদেশ জিতল ১৯৫ রানে। তাতে করে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা।


জয়ের জন্য ২৮৩ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে গ্ল্যান্স করতে গিয়ে টপ এজ হয়ে আউট হয়েছেন আরিয়ানশ শর্মা। আরেক ওপেনার আকশাত রাইকেও ফিরিয়েছেন মারুফ। বাঁহাতি এই পেসারের মিডল স্টাম্পের করা লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি।


তিনে নামা তানিশ সুরিকে ফেরান রোহনাত বর্ষন। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৬ রান করা সুরি। পারাশার এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন রোহনাত, ইকবাল ইমন এবং পারভেজরা। তাদের দারুণ বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় সংযুক্ত আমিরাত। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মারুফ এবং বর্ষন। দুটি করে উইকেট পেয়েছেন ইমন ও পারভেজ।



promotional_ad

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় টাইগার যুবারা। অমিদ রহমানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন জিসান আলম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ধ্রুব পারাশার দারুণ ক্যাচ লুফে নিলে সাজঘরে ফেরেন ৭ রান করা জিসান।


তিনে নেমে আশিকুরের সঙ্গে জুটি গড়েন রিজওয়ান। দলের রান একশ হওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন আশিকুর। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন ৭০ বলে। হাফ সেঞ্চুরি পেয়েছেন আশিকুরকে সঙ্গ দেয়া রিজওয়ানও। ৫৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যদিও পঞ্চাশ পেরোনোর পর ইনিংস বড় করতে পারেননি রিজওয়ান।


পারাশারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ করতে গিয়ে আম্মার বাদামিকে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬০ রান করা ডানহাতি এই ব্যাটার। তবে দারুণ ব্যাটিংয়ে ঠিকই সেঞ্চুরি তুলে নেন আশিকুর। ১২৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ডানহাতি এই ওপেনার। এবারের যুব এশিয়া কাপে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। চারে নেমে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আরিফুল।


শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে। এরপর দ্রুতই ফিরেছেন আহরার আমিন এবং শিহাব জেমস। তবে শেষ দিকে ১১ বলে ২১ রানের ক্যামিও খেলেন মাহফুজুর। সেঞ্চুরি করা আশিকুর ১২৯ রানের ইনিংস খেলে ফিরলে বাংলাদেশ থামে ২৮২ রানে।



সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ২৮২/৮ (৫০ ওভার) (আশিকুর ১২৯, রিজওয়ান ৬০, আরিফুল ৫০, মাহফুজুর ২১; আয়মান ৪/৫২)


সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল- ৮৭/১০ (২৪.৫ ওভার) (পারাশার ২৫*, আকশাত ১১; বর্ষন ৩/২৬, মারুফ ৩/২৯, পারভেজ ২/৭, ইকবাল ২/১৫



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball