মোহামেডান ছেড়ে শেখ জামালে সাকিব

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
ডিপিএলের সবশেষ তিন মৌসুমেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। ২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি। পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।
পরের মৌসুমে অবশ্য আবারও মোহামেডানের জার্সিতে দেখা যায় বাংলাদেশের অধিনায়ককে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগে না গেলেও চার ম্যাচের বেশি খেলেননি তিনি। এবার নতুন মৌসুম শুরুর আগে মোহামেডান ছাড়লেন সাকিব। মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শেখ জামালে যোগ দিতে পেরে রোমাঞ্চিত সাকিব। ডিপিএলে তাদেরকে চ্যাম্পিয়ন করতে চান তারকা এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই দলের অংশ হতে পেরে আমি খুবই খুশি। আশা করি শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমি দুই বছর তাদের হয়ে খেলবো। চেষ্টা থাকবে আমাদের পুরো দলের।’
মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা
১ ঘন্টা আগে
শেখ জামালে যোগ দিতে গিয়ে পুরনো স্মৃতিচারণ করেছেন সাকিব। ক্রিকেটের শুরুর দিকে অর্থাৎ ২০০৩-০৪ সালের দিকে তাদের মাঠে অনুশীলন করেছেন তারকা এই অলরাউন্ডার। তখন থেকেই এই মাঠের সঙ্গে তার পরিচয় বলে জানান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। সেই সঙ্গে সবশেষ ১০-১২ বছরে শেখ জামাল যে ফুটবল ও ক্রিকেটে উন্নতি করছে সেটাও তুলে ধরেছেন তিনি।
সাকিব বলেন, ‘শেখ জামালকে নিয়ে বলতে হলে যেটা বলতে হয় আসলে এই মাঠে যখন আমি অনুশীলন করতে আসতাম আমার ক্রিকেটের শুরুর দিকে, ২০০৩-০৪ সালের দিকে। তখন থেকেই আমার এই মাঠের সঙ্গে পরিচয়। ভিডিওতে আপনারা যেটা দেখলেন ফুটবল, ক্রিকেট সব জায়গায় খুবই ভালো করছে। শুধু সাম্প্রতিক সময়ে না, সবশেষ ১০-১২ বছর ধরেই ভালো করছে।’
দেশসেরা ক্রিকেটার ও পারফর্মার হওয়ায় ডিপিএলে সাকিব দল পান প্রতি আসরেই। তবে পুরো মৌসুমে খেলতে পারেন খুব কমই। হয় জাতীয় দলের ব্যস্ততা নয়তো খেলতে যান ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবার অবশ্য বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টে। জাতীয় দলের ব্যস্ততা শেষ হলে এবারে বেশিরভাগ ম্যাচেই সাকিবকে পেতে পারে শেখ জামাল।