দেশের বাইরে বাংলাদেশ এখন বেশ উন্নত: স্টেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
শেষবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১১ জনই নেই বাংলাদেশ সিরিজে। খুব স্বাভাবিকভাবেই এবারের সিরিজে তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখার সুযোগ আছে স্বাগতিকদের সামনে। প্রথম ওয়ানডে শুরুর আগের দিন গ্যারি স্টেড মনে করিয়ে দিলেন তেমনটাই। একইসঙ্গে ঘরের বাইরে বাংলাদেশকে বেশ সমীহ করছেন কিউই এই কোচ।
আগামীকাল শুরু হতে যাওয়া এই সিরিজে তরুণদের বাজিয়ে দেখাটা অবশ্য কিউইদের জন্য বেশ স্বস্তির খবর। কেননা আগামী ৮-৯ মাস ওয়ানডে ক্রিকেট থেকে খানিকটা দূরে থাকবে তারা। ব্যস্ততা থাকবে টি-টোয়েন্টি এবং টেস্ট নিয়ে।

বিশ্বকাপের দল থেকে এই সিরিজে আছেন টম ল্যাথাম, উইল ইয়ং, মার্ক চাপম্যান, রাচিন রবীন্দ্র এবং ইশ সোধি আছেন। কাইল জেমিসন থাকলেও শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন। শেষ দুই ওয়ানডে ম্যাচে থাকছেন না স্পিনার সোধিও।
মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা
৪ ঘন্টা আগে
স্টেড বলেন, 'দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। আমাদের সামনে কিন্তু ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।'
নিউজিল্যান্ডের মাঠে সাদা বলের ক্রিকেটে কখনোই জিতেনি বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে একটি জয় থাকলেও সাদা বলের ক্রিকেটে সেখানে জয় এখনও অধরা। কঠিন কন্ডিশনে প্রস্তুতি ম্যাচ জিতে অবশ্য এরই মাঝে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ।
বর্তমান বাংলাদেশ দলকে তাই সমীহ করছেন স্টেডও, 'দেশের বাইরের কন্ডিশনে বেশ উন্নত দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা অবশ্যই ভালো করতে পারে।'