promotional_ad

ষড়যন্ত্রের অভিযোগ তুলে পিএসএলকে বিদায় বললেন শেহজাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দেখতে ভালো হওয়ায় ঈর্ষা করত সিনিয়ররা: শেহজাদ

২৫ জানুয়ারি ২৫
পডকাস্টে কথা বলছেন আহমেদ শেহজাদ

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন আহমেদ শেহজাদ। তবুও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাননি ডানহাতি এই ওপেনার। দল না পাওয়ার পেছনে ছয় ফ্র্যাঞ্চাইজির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। এমন অভিযোগ তুলে পিএসএলকে বিদায় বললেন শেহজাদ।


সবশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শেহজাদ। জাতীয় দলে না থাকলেও নিয়মিত ঘরোয়া লিগে এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন তিনি। এদিকে পিএসএলে শেহজাদ সবশেষ খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে। ২০১৯ সালে তার করা হাফ সেঞ্চুরিতে ভর করেই প্রথম শিরোপা ঘরে তুলে গ্ল্যাডিয়েটর্সরা। কিন্ত ২০২০ সালের আসরটা একদম বাজে কাটে তার।



promotional_ad

যেখানে ৭ ম্যাচে মাত্র ৬১ রান করেছিলেন ৩২ বছর বয়সী এই ওপেনার। সেই আসরের পর এই নিয়ে টানা তিনবার দল পেলেন না তিনি। দল না পেয়ে পিএসএল থেকে বিদায় নিলেন শেহজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১১ মার্চ ২৫
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

শেহজাদ বলেন, ‘পাকিস্তান সুপার লিগকে বিদায়! আমি চিন্তা করেছিলাম এটা আমি এই বছর লিখব না। কিন্ত আরও একটি পিএসএল ড্রাফট চলে গেলো। কিন্ত আবারও সেই পুরোনো গল্প- আমাকে বাছাই করা হলো না। আল্লাহ জানেন কেন (করা হয়নি)। কিন্তু তাদের পরিকল্পনা আছে এবং আল্লাহরও পরিকল্পনা আছে। প্রকৃতপক্ষে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।’


অবশ্য ঘরোয়া লিগে ব্যাট হাতে ভালো করছিলেন শেহজাদ। গত মাসেও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে লাহোর রিজিওনের হয়ে টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আছে ৮১ রানের একটি দুর্দান্ত ইনিংসও। পিএসএলের দল গঠনের আগ মুহূর্তে এমন পারফরম্যান্স করেও দল না পাওয়ায় বেশ হতাশ হয়েছেন তিনি। আক্ষেপের সুরে সেই প্রসঙ্গও টেনেছেন তিনি।



শেহজাদ বলেন, ‘গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ঘরোয়া অঙ্গনে আমি কঠোর চেষ্টা করছি, এবং পিএসএল ড্রাফটের ঠিক আগে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তুলনামূলক ভালোই করেছি। মনে হ??েছে আমাকে ইচ্ছাকৃতভাবে না নেওয়ার একটা প্রচেষ্টা আছে, এমনকি আমার চেয়ে কম ভালো সংখ্যার পারফর্মারদেরও যখন ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়েছে। কিন্তু যখন সবই পূর্বপরিকল্পিত, তখন আসলে কিছু যায় আসে না। এরপর আমি আসলে জানি না, ঘরোয়াতে শীর্ষ পারফর্মারকে পিএসএলে নেওয়ার দায়িত্ব কার।’


পিএসএলে তাকে কেন নেয়া হয়নি সেটা তিনি জানেন বলেও জানান তিনি। সেটা খুব শীঘ্রই সবাইকে জানাবেন বলে নিশ্চিত করেছেন শেহজাদ। তিনি বলেন, ‘তবে কেনো আমাকে পিএসএলের অংশ করা হয়নি এর কারণগুলো আমি ভালো করেই জানি। আর পুরো দেশ এবং আমার ভক্তরা খুব শীঘ্রই সেটা জানতে পারবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball