promotional_ad

কিং-পাওয়েলদের নৈপুণ্যে দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ছিলেন আন্দ্রে রাসেল। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। তবে ব্র্যান্ডন কিং-রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আলজারি জোসেফ ও আকিল হোসাইনের দাপুটে বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।


১৭৭ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৯ রানেই ইংল্যান্ড হারায় জস বাটলারের উইকেট। ইংলিশ অধিনায়ক ফেরেন মাত্র ৯ রান করে। যদিও দ্বিতীয় উইল জ্যাকস ও ফিল সল্ট মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। সল্ট ২৫ ও জ্যাকস আউট হন ২৪ রান করে। এরপর দলের হাল ধরেন স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন।



promotional_ad

এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুড়াকেশ মোতি। ১৭ রান করেই ফিরতে হয় লিভিংস্টোনকে। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। ক্রিস ওকসও ফিরে যান মাত্র ২ রান করে। এরপর মঈন আলী ১৩ বলে ২২ ও রিহান আহমেদ ৩ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

ক্যারিবীয়দের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। দুটি উইকেট গেছে আকিল হোসাইনের ঝুলিতে। মোতি ও জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছেন। ৪ ওভার বোলিং করেও উইকেটশূন্য ছিলেন আরেক পেসার আন্দ্রে রাসেল।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৪৩ রান এনে দেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স। ওপেনার মেয়ার্স আউট হয়েছেন ১৬ বলে ১৭ রান করে। এরপর দলীয় ৫৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। নিকোলাস পুরান ৫, শাই হোপ ১ ও শিমরন হ্যাটমায়ার আউট হন মাত্র ২ রান করে। 



পঞ্চম উইকেটে কিং ও রভম্যান পাওয়েল মিলে যোগ করেন ৪৯ বলে ৮০ রান। এই জুটিতেই বড় রানের স্বপ্ন দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল আউট হয়েছেন ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে। আর ৫২ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কিং।


শেষদিকে আন্দ্রে রাসেলের ১০ বলে ১৪ রানে ১৭০ এর কোটা পার করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শেষ ২ বলে ২ উইকেট নেন টিমাল মিলস। দুটি উইকেট পেয়েছেন আদিল রশিদও। একটি করে উইকেট পান ক্রিস ওকস, স্যাম কারান ও রিহান আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball