কিং-পাওয়েলদের নৈপুণ্যে দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ছিলেন আন্দ্রে রাসেল। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার। তবে ব্র্যান্ডন কিং-রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আলজারি জোসেফ ও আকিল হোসাইনের দাপুটে বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
১৭৭ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৯ রানেই ইংল্যান্ড হারায় জস বাটলারের উইকেট। ইংলিশ অধিনায়ক ফেরেন মাত্র ৯ রান করে। যদিও দ্বিতীয় উইল জ্যাকস ও ফিল সল্ট মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। সল্ট ২৫ ও জ্যাকস আউট হন ২৪ রান করে। এরপর দলের হাল ধরেন স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন।

এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুড়াকেশ মোতি। ১৭ রান করেই ফিরতে হয় লিভিংস্টোনকে। হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। ক্রিস ওকসও ফিরে যান মাত্র ২ রান করে। এরপর মঈন আলী ১৩ বলে ২২ ও রিহান আহমেদ ৩ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১১ মার্চ ২৫
ক্যারিবীয়দের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। দুটি উইকেট গেছে আকিল হোসাইনের ঝুলিতে। মোতি ও জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছেন। ৪ ওভার বোলিং করেও উইকেটশূন্য ছিলেন আরেক পেসার আন্দ্রে রাসেল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৪৩ রান এনে দেন ব্র্যান্ডন কিং ও কাইল মেয়ার্স। ওপেনার মেয়ার্স আউট হয়েছেন ১৬ বলে ১৭ রান করে। এরপর দলীয় ৫৪ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা। নিকোলাস পুরান ৫, শাই হোপ ১ ও শিমরন হ্যাটমায়ার আউট হন মাত্র ২ রান করে।
পঞ্চম উইকেটে কিং ও রভম্যান পাওয়েল মিলে যোগ করেন ৪৯ বলে ৮০ রান। এই জুটিতেই বড় রানের স্বপ্ন দেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল আউট হয়েছেন ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে। আর ৫২ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন কিং।
শেষদিকে আন্দ্রে রাসেলের ১০ বলে ১৪ রানে ১৭০ এর কোটা পার করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শেষ ২ বলে ২ উইকেট নেন টিমাল মিলস। দুটি উইকেট পেয়েছেন আদিল রশিদও। একটি করে উইকেট পান ক্রিস ওকস, স্যাম কারান ও রিহান আহমেদ।