সূর্যকুমারের ঝড়ো সেঞ্চুরি আর কুলদীপের ৫ উইকেটে জিতল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
২০ ঘন্টা আগে
সূর্যকুমার যাদবের সেঞ্চুরি ও কুলদীপ যাদবের ৫ উইকেটে ভর করে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়েছে ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল প্রোটিয়ারা।
জোহানেসবার্গে ভারতের দেয়া ২০২ রানের জবাবে ১৩.৫ ওভারেই সাউথ আফ্রিকা অল আউট হয়েছে মাত্র ৯৫ রানে। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ভারতীয় পেসার মুকেশ কুমারের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ম্যাথু ব্রিটজকে।

মাত্র ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারালে দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। আর ২৫ রান আসে অধিনায়ক এইডেন মার্করামের ব্যাট থেকে। ভারতের স্পিনার কুলদীপের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
সাউথ আফ্রিকাকে গুটিয়ে দেয়ার পথে ইনিংসের ১৪তম ওভারে পাঁচ বলের মধ্যেই তিন উইকেট নেন কুলদীপ। ২.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার কুলদীপই। এর বাইরে রবীন্দ্র জাদেজা দুটি ও একটি করে উইকেট নিয়েছেন মুকেশ ও আর্শদীপ সিং।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেন ইয়াসভি জায়সাওয়াল। তার মারকুটে ব্যাটিংয়ে প্রথম দুই ওভারে ২৯ রান এলেও ওপেনিং জুটি বেশিদূর এগোয়নি শুভমান গিল ৮ রান করে ফিরে গেলে। রানের খাতাই খুলতে পারেননি তিলক ভার্মা।
অবশ্য তৃতীয় উইকেটে জায়সাওয়াল ও সূর্যকুমারের ১১২ রানের জুটিই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। জায়সাওয়াল আউট হন ৪১ বলে ৬০ রান করে। সূর্যকুমার পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আর তাতেই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত শর্মা ও গ্ল্যান ম্যাক্সওয়েলকে ছুঁয়েছেন এই ভারতীয়।
সূর্যকুমার ৫৬ বলে ১০০ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংস জুড়ে ছিল ৮টি ছক্কা ও ৭টি চারের মার। লিজাড উইলিয়ামসের করা শেষ ওভারটায় ভারত ৩ উইকেট হারালেও ৯ রান তুলে ২০০ পেরিয়ে যায়। প্রোটিয়াদের হয়ে ২টি করে উইকেট নেন কেশভ মহারাজ ও উইলিয়ামস। একটি করে উইকেট পেয়েছেন নান্দ্রে বার্গার ও তাবরাইজ শামসি।